কলকাতা: করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগ উঠেছে। তাই নিয়ে কার্যত তোলপাড় গোটা রাজ্য। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে বিজেপিও। গান্ধীমূর্তির উদ্দেশ্যে বিজেপি তাদের মিছিল শুরু করে এদিন। মিছিলের নেতৃত্ব দেন নেত্রী অগ্নিমিত্রা পাল। তবে ধর্মতলায় তাদের মিছিল আটকায় পুলিশ। মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পালরা। তবে এই মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেন বিজেপি নেত্রী।
আরও পড়ুন- মধ্যরাতে পুলিশি নির্যাতন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা
মিছিল শুরু পর সাংবাদিকের প্রশ্নে অগ্নিমিত্রা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে, কতদূর যেতে পারবেন তারা জানেন না। কারণ এখন যা হয় তাঁর (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) কৃপায় হয়। তাঁর কৃপা ছাড়া কিছু হয় না। এই প্রেক্ষিতেই কথা বলতে গিয়ে তিনি মমতার বিরোধী নেত্রী থাকাকালীন আন্দোলনের প্রসঙ্গ টানেন। চাকরিপ্রার্থীদের মধ্যরাতে পুলিশ তুলে দেওয়া প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, তিনি ধিক্কার জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য আন্দোলন করেছিলেন জ্যোতি বসুর ঘরের সামনে? প্রশ্ন তুলে তিনি বলেন, সেদিন এবং আজকের মমতাকে মেলাতে পারেন না তিনি। যদিও তাঁর খোঁচা, দুটোই নাটক ছিল। আজ নাটক ধরা পড়ে গিয়েছে।
এদিকে টেট উত্তীর্ণদের আন্দোলনে সামিল হয়ে বাম ছাত্র-যুবরাও আটক হয়েছে আজ৷ শুক্রবার দুপুর থেকে ফের করুণাময়ীতে ভিড় জমাতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা৷ তাঁদের আন্দোলনে সামিল হন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ কর্মী-সমর্থকদের সঙ্গে অবস্থানে বসেন তিনি৷ মীনাক্ষী বলেন, ‘পুলিশ এই লড়াইকে ভয় পাচ্ছে৷ ’ তাঁরা অবস্থানে বসতেই সেথান থেকে তাঁদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ৷ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সিটিসেন্টার মোড়ে৷ আটক করা হয় মীনাক্ষী সহ একাধিককে।