বগটুই-কাণ্ডে অনুব্রত যোগ? ফোনে কথা অভিযুক্ত আনারুলের সঙ্গে, দাবি CBI-এর

বগটুই-কাণ্ডে অনুব্রত যোগ? ফোনে কথা অভিযুক্ত আনারুলের সঙ্গে, দাবি CBI-এর

কলকাতা: বগটুই-কাণ্ডে অনুব্রত যোগ? আরও তদন্ত করে দেখতে চাইছে সিবিআই৷ ঘটনার দিন এবং তার পরের দিন ২ বার ফোনে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল এই ঘটনার মূল অভিযুক্ত আনারুলের৷ ২১ মার্চ রাত ৮টা বেজে ৫০ মিনিট এবং ২২ মার্চ দু’বার ফোনে তাঁদের কথা হয় বলে সোমবার আদালতে দাবি করছে সিবিআই৷ 

আরও পড়ুন- ‘ধানে একটি পোকা থেকে অনেক পোকা জন্মায়’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবিতে অন্যদিকে মোড় নিল বগটুই–কাণ্ড৷ কারণ এই ঘটনার সঙ্গে এবার অনুব্রত যোগ নিয়ে প্রশ্ন উঠেছে৷ এদিন সিবিআই-এর তরফে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে৷ তাঁদের দাবি বগটুই কাণ্ডের দিন অর্থাৎ ২১ মার্চ এবং এর পরের দিন দু’বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে এই ঘটনার মূল অভিযুক্ত আনারুল হকের কথা হয়েছিল৷ ফলে অনুব্রতর সঙ্গে এই ঘটনার কোনও রকম যোগাযোগ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ সেই মর্মে উচ্চ আদালতে হলফনামাও পেশ করা হয়েছে৷  

এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে থাকার সময় রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়৷ সেই ঘটনার পরেই সিবিআই-এর তরফে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়৷ সেখানে সিবিআই-এর যুক্তি ছিল, এই ঘটনায় যে সকল অফিসাররা তদন্ত করছেন, সেই সব তদন্তকারী অফিসারদের নামও এফআইআর-এ উল্লেখ করা হয়েছে৷ তাঁরা অন্যান্য মামলার সঙ্গেও যুক্ত রয়েছেন৷ ফলে গোটা এফআইআর-টাই খারিজ করা হোক৷ পাশাপাশি তাঁদের দাবি ছিল, কলকাতা হাই কোর্টের নির্দেশে যেহেতু বগটুইকাণ্ডের তদন্ত করছে সিবিআই, সেখানে সিআইডি-র তরফে যেন হস্তক্ষেপ করা না হয়৷ রহস্যমৃত্যুর যে অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনা তদন্ত যেন রাজ্যের বাইরে নিয়ে গিয়ে করা হয়৷ হাই কোর্টে সেই আবেদনও জানিয়েছিল সিবিআই৷ সেই মামলায় সিবিআই যে হলফনামা পেশ করেছে, সেখানে সিবিআই আধিকারিকরা সাফ জানাচ্ছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে আনারুল হকের কথোপকথনের অডিয়ো রেকর্ড তারা পেয়েছেন৷ সময় উল্লেখ করে ফোন কলের কথাও বলা হয়েছে৷