স্মার্টফোন উৎপাদনে এখন ‘আত্মনির্ভর’দেশ, ঘোষণা মোদী সরকারের

স্মার্টফোন উৎপাদনে এখন ‘আত্মনির্ভর’দেশ, ঘোষণা মোদী সরকারের

কলকাতা:  স্মার্টফোন উৎপাদনে এখন ‘আত্মনির্ভর’ ভারত৷ দেশের ৯৭ শতাংশ ফোনই ভারতে তৈরি। বুধবার এই তথ্য জানালেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। 

আরও পড়ুন- লোকসভা ভোটের আগেই দেশের সব রাজ্যে NIA-এর শাখা, ঘোষণা অমিত শাহের

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই মুহূর্তে ভারতে ব্যবহৃত ফোনের ৯৭ শতাংশই মেড ইন ইন্ডিয়া। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত CyFY ২০২২ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী৷ রাজীব চন্দ্রশেখর বলেন, ‘‘২০১৪ সালে ভারতে যত ফোন ব্যবহার করা হত, তার ৯২ শতাংশই বাইরে থেকে আমদানি করা হত৷ ২০২২ সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারতে ব্যবহার হওয়া মোবাইলের ৯৭ শতাংশই ভারতের তৈরি। এমনকি আজ আমরা ১২ বিলিয়ন মার্কিন ডলারের (৯৮,৮০০ কোটি টাকা) ইলেকট্রনিক ডিভাইস রফতানি করি।”  তাঁর কথায়,  প্রযুক্তির ব্যবহার দেশের অর্থনীতি ও তরুণ প্রজন্মকে বদলে দিয়েছে। ইতিহাসে আর কোন দেশ এই পরিমাণ উদ্ভাবন করেনি।