লোকসভা ভোটের আগেই দেশের সব রাজ্যে NIA-এর শাখা, ঘোষণা অমিত শাহের

লোকসভা ভোটের আগেই দেশের সব রাজ্যে NIA-এর শাখা, ঘোষণা অমিত শাহের

নয়াদিল্লি:  দেশকে সন্ত্রাস মুক্ত করতে তৎপর কেন্দ্রের সরকার৷ সন্ত্রাসের বিরুদ্ধে সরকার যে ‘জিরো টলারেন্স’ মনোভাব নিয়েছে, তা স্পষ্ট। সন্ত্রাস দমনের উদ্দেশেই দেশের সবকটি রাজ্যে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই (ANI)-র শাখা খোলা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

আরও পড়ুন- প্যারোলে ছাড়া পেয়েই সৎসঙ্গের আয়োজন করলেন রাম রহিম, যোগ দিলেন হরিয়ানার ডেপুটি স্পিকার!

হরিয়ানার সূরজকুণ্ডে প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে শুরু হয়েছে চিন্তন শিবির৷  বৃহস্পতিবার সেই শিবিরের উদ্বোধনে এসেই এই ঘোষণা করেন শাহ৷ তিনি জানান, NIA কে কোনও নির্দিষ্ট এলাকার তদন্তে সীমাবব্ধ রাখা হবে না৷  বরং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে Extraterritorial Rights দেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধ এবং সন্ত্রাস রুখতে রাজ্যগুলির পারস্পরিক সমন্বয়ের উপরেও এদিন জোর দেন স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর কথায়, সন্ত্রাস, রাষ্ট্রদ্রোহ, সাইবার অপরাধ, মাদক পাচারের মতো বিষয়গুলি নিয়ে একসঙ্গে পরিকল্পনা করার ক্ষেত্রে সহযোগী হয়ে উঠবে এই চিন্তন শিবির। সন্ত্রাস দমনে কেন্দ্রের আপোসহীন নীতি পূরণের লক্ষ্যেই ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেশের সবকটি রাজ্যে  এনআইএ-র শাখা খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।