তৃণমূল ছাড়ছেন পাঁচ বিধায়ক, আঁচ পেয়েই জরুরি বৈঠক ডাকলেন অভিষেক

তৃণমূল ছাড়ছেন পাঁচ বিধায়ক, আঁচ পেয়েই জরুরি বৈঠক ডাকলেন অভিষেক

কলকাতা: পশ্চিমবঙ্গের বাইরে আরও ৮-১০টি রাজ্যে তৃণমূলের শাখা বিস্তার করাই এখন তাঁর প্রধান লক্ষ্য৷ আসমে দাঁড়িয়ে সে কথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়া সহ বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়েছে সেই উদ্যোগ৷ মেঘালয়ে খুব বেশি দিন হয়নি ঘাসফুল ফুটেছে৷ শূন্য থেকে একেবারে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে তারা৷ কংগ্রেসের ঘর ভেঙে তাবড় তাবড় নেতাদের নিজেদের দলে নিয়ে এসেছিল তৃণমূল৷ কিন্তু তাতেও শান্তি নেই। কানাঘুষো, মেঘালয়ে তৃণমূল ছাড়তে চলেছেন পাঁচ বিধায়ক৷ 

আরও পড়ুন- তাঁর পাঠানো রোগী ভর্তিতে দেরি কেন? চিকিৎসককে ‘অশালীন’ ভাষা, অভিযুক্ত নির্মল মাঝি

মেঘালয়ের রাজনৈতিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে এই পাঁচ বিধায়কের যোগসাযোগ চলছে আঁচ পেয়েই জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে মেঘালয় তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ ও বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাকে  কলকাতায় জরুরি তলব করলেন অভিষেক। 

খবর মিলেছে,  সংগঠনের হয়ে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না তৃণমূলের অনেক নেতাকেই। এই পরিস্থিতিতে ৩ মে মেঘালয় যাওয়ার কথা ছিল অভিষেকের৷ তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়৷ তবে মেঘালয়ে দলে ভাঙন ধরলে উত্তর পূর্ব ভারতে তৃণমূলের সম্প্রসারণ ধাক্কা খাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷