তাঁর পাঠানো রোগী ভর্তিতে দেরি কেন? চিকিৎসককে ‘অশালীন’ ভাষা, অভিযুক্ত নির্মল মাঝি

তাঁর পাঠানো রোগী ভর্তিতে দেরি কেন? চিকিৎসককে ‘অশালীন’ ভাষা, অভিযুক্ত নির্মল মাঝি

কলকাতা: ফের বিতর্কে নির্মল মাঝি৷ তাঁর পাঠানো রোগীকে ভর্তি নিতে কেন দেরি? জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত প্রৌঢ় চিকিৎসককে ‘অশালীন’ ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানা ওই বর্ষীয়ান অন ডিউটি মেডিক্যাল অফিসার। অভিযোগ জানানোয় তাঁকে ফের হুমকির মুখে পড়তে হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন- আসানির প্রভাব কাটিয়ে বঙ্গে ফিরল ভ্যাপসা গরম, আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা

এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন নির্মল। তাঁর উপর  ক্ষুব্ধ চিকিৎসক মহলের একাংশ৷ তাঁদের প্রশ্ন, বার বার এক জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি কী ভাবে পার পেয়ে যাচ্ছেন? নির্মলের অবশ্য পাল্টা দাবি, ‘‘৩০ বছর ধরে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তা সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন, আমি স্বচ্ছ। কখনই ক্ষমতার অপব্যবহার করি না।’’

কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র অন ডিউটি মেডিক্যাল অফিসার কুণাল পানের  অভিযোগ, নির্মল মাঝি বিভিন্ন রোগীকে প্রায়ই জরুরি বিভাগে পাঠান এবং তৎক্ষণাৎ ভর্তির জন্য চাপ দেন। যাঁদের মধ্যে অনেককেই কিন্তু ভর্তির প্রয়োজন পড়ে না। তেমনই বুধবার বিকেল ৩টে ১০ মিনিট নাগাদ ৫৭ বছরের এক রোগীকে ভর্তির জন্য পাঠানো হয়৷  সেই সময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ৬৪ বছরের চিকিৎসক কুণাল পান। তাঁর দাবি, সাড়ে তিনটে নাগাদ সেখানে হাজির হন নির্মল ও হাসপাতালের এক ডেপুটি সুপার। কেন ওই রোগীকে ভর্তি করতে দেরি হচ্ছে, তা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। ডা. কুণাল পানের অভিযোগ, নির্মল তাঁকে বিজেপির হার্মাদ বলে হুমকি দেন।