ওয়াশিংটন: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা৷ সোমবার কলোরাডোর বোল্ডার এলাকার সুপার মার্কেটে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ৷ এই ঘটনায় এক পুলিশ অফিসার সহ ১০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রক্ত ঝরল আমেরিকায়৷
আরও পড়ুন- এই প্রথম করোনা রক্ষাকবচ নিয়ে জন্ম দিন শিশু!
এই ঘটনায় তাৎক্ষণিক কিছু তথ্য জানিয়েছে মার্কিন পুলিশ৷ তবে কী উদ্দেশে এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনও প্রমাণ তাদের হাতে আসেনি৷ মাত্র দু’দিন আগে আমেরিকার হিউস্টন শহরের একটি নাইটক্লাবে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই রেশ কাটাক আগেই ফের রক্তাক্ত মার্কিন মুলুক৷ গতকাল সন্ধ্যায় বোল্ডার এলাকায় ‘কিং সুপার্স’ দোকানের সামনে আচমকাই গুলি চালাতে শুরু করে ওই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ৷ মুহূর্তের মধ্যে সবকিছু থমকে যায়৷ মৃত্যু হয় দশজনের৷ এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্ত ব্যক্তিরও আঘাত লেগেছে৷
ঘটনার পর বোল্ডার পুলিশ প্রধান মারিস হেরল্ড জানান, বন্দুকবাজের হানায় এক পুলিশ অফিসার-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। তবে যে ভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তাঁর জন্য পুলিশ অফিসারদের প্রশংসা করেন তিনি। হেরল্ড জানিয়েছেন, নিহত পুলিশ অফিসারের নাম এরিক টাল্লে।
জানা গিয়েছে, ‘কিং সুপার্স’ একটি মুদির দোকান৷ এটি কলোরাডোর ঘন বসতিপূর্ণ অঞ্চলের মধ্যে অবস্থিত। এই দোকান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ৷ ফলে সাধারণ মানুষের পাশাপাশি এই অঞ্চলে প্রতিদিনের মতো সোমবার বিকেলেও ছিল পড়ুয়াদের ভিড়৷ এই ঘটনায় কোনও পড়ুয়ার মৃত্যু হয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি৷ এই ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷
আরও পড়ুন- সুখী দেশের তালিকায় তলানিতে ভারত, বিশ্বের সব থেকে সুখী কেন দেশ জানেন?
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার এক ব্যক্তি আচমকাই দোকানের মধ্যে ঢুকে পড়ে৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে সে৷ গোটা ঘটনাটি ভিডিও করেছেন ডিন স্কিলার নামের এক ব্যক্তি৷