সুখী দেশের তালিকায় তলানিতে ভারত, বিশ্বের সব থেকে সুখী কেন দেশ জানেন?

সুখী দেশের তালিকায় তলানিতে ভারত, বিশ্বের সব থেকে সুখী কেন দেশ জানেন?

ওয়াশিংটন:  সুখী নয় ভারত। রাষ্ট্রসঙ্ঘের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২১’ অনুযায়ী ১৪৯টি দেশের তালিকায় ভারতের স্থান ১৩৯ নম্বরে। গত বছরের এই তালিকাতেও সন্তোষজনক ফল করেছিল ভারত। বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে ১৪৪ নম্বরে জায়গা পেয়েছিল ভারত। ২০২১ সালের রিপোর্টে সবচেয়ে সুখী দেশ হিসেবে প্রথম স্থান দখল করেছে ফিনল্যান্ড।

সদ্য প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের মধ্যে দশম স্থান অধিকার করেছে ভারত। মূলত তিনটি বিষয়ের ওপর সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সেগুলি হল জীবনের মান, ইতিবাচক আবেগ ও নেতিবাচক আবেগ। জীবনের মান যাচাইয়ের ক্ষেত্রে ‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’ ব্যবহৃত হয়। এই সমীক্ষায় কোনও দেশের জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-বয়স নির্বিশেষে প্রত্যেক নাগরিককে একটি ছোট প্রশ্ন জিজ্ঞেস করা হয়- ‘জীবনের বর্তমান মানকে ০ থেকে ১০-এর মধ্যে কত দেবেন?’ আন্তর্জাতিক ক্ষেত্রে ‘খুশি’ পরিমাপের এটাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।

এরপরই আসে ইতিবাচক আবেগ। সমীক্ষাতে প্রতিটি দেশের প্রতিটি নাগরিককে প্রশ্ন করা হয়, “গতকাল এর মধ্যে কোনটি করেছেন?” থাকে চারটি অপশন- ‘মুচকি হেসেছেন, হেসেছেন, ভীষণ জোর হেসেছেন, একদমই হাসেননি’। মানুষকে ০ থেকে ১০-এর মধ্যে হাসির মাত্রা ঠিক করতে বলা হয়। এরপরে নেতিবাচক আবেগ সমীক্ষা করার জন্য প্রশ্ন করা হয়, “আপনি কি চিন্তিত? না দুঃখী? না ক্রুদ্ধ?” এই প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না-এ নেওয়া হয়। এই সমস্ত সমীক্ষার শেষে আসে মূল রিপোর্ট। যে রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও সুইজারল্যান্ড। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১৯ নম্বরে এবং ব্রিটেন রয়েছে ১৭ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *