নয়াদিল্লি: ৯৪ তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতছেন তিনি৷ ওই মঞ্চেই ঘটিয়েছেন নজিরবিহীন কাণ্ড৷ স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা করায় মঞ্চে উঠে সপাটে চড় কষান সঞ্চালক ক্রিস রকের গালে৷ অসুস্থ স্ত্রীকে নিয়ে এই বিদ্রুপের প্রতিবাদে স্মিথের এই আচরণ কতট্য ন্যায্য তা নিয়ে তর্ক-বিতর্ক অব্যাহত৷ তবে যাঁরা এতদিন হলিউড নিয়ে ততটা আগ্রহী ছিলেন না, তাঁদের কাছেও আগ্রহের বিষয় হয়ে উঠেছেন ‘চড় কাণ্ডে’ শিরোনাম কাড়া স্মিথ৷ বিতর্কের মাঝেই আলোচনায় তাঁর ভারত সফর৷
আরও পড়ুন- অ্যালোপেশিয়া আক্রান্ত স্ত্রীকে নিয়ে রসিকতা! সঞ্চালককে সপাটে চড় উইল স্মিথের, কী এই রোগ?
সালটা ২০১৯৷ নিজের শো ‘উইল স্মিথ’স বাকেট লিস্ট’-এর শ্যুটিংয়ে হরিদ্বারে এসেছিলেন অভিনেতা। তবে,‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর মধ্যে নিজেকে আটকে রাখতে পারেননি স্মিথ৷ ভারতের অন্যতম ধর্মীয় স্থানে পা রেখে ভাবসাগরে ডুব দিয়েছিলেন তিনিও৷ কাজের ফাঁকে মন দিয়েছিলেন পুজোপাঠে৷ নিষ্ঠার সঙ্গে করেছেন রুদ্রাভিষেক৷ দু’চোখ ভরে দেখেছেন গঙ্গা আরতি। শুধু তাই নয়, শোনা যায়, জ্যোতিষ শাস্ত্রে আস্থা রেখে প্রতীক মিশ্রপুরী নামে এক জ্যোতিষীর কাছে নিজের জন্মকুণ্ডলীও তৈরি করান স্মিথ। অস্কারজয়ী অভিনেতার হরিদ্বার ভ্রমণের ছবি আজও তাঁর ইনস্টাগ্রামে উজ্জ্বল। স্মিথ লিখেছিলেন, ‘হরিদ্বারে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম৷’
উইলের সঙ্গে ভারতের যোগসূত্র বেশ পুরনো৷ তাঁর ছবিতে ফুটে উঠেছে ভারতীয় সংস্কৃতির ছাপ। ‘দ্য লেজেন্ড অব ব্যাগার ভ্যান্স’ ছবিতে এক গলফ ক্যাডির (গলফ খেলোয়ারদের যাঁরা সাহায্য করেন) ভূমিকায় অভিনয় করেছিলে স্মিথ। ওই ছবিতে ম্যাট ডেমন চরিত্রকে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে নতুন করে গলফ খেলতে সাহায্য করেছিল উইলের চরিত্র ব্যাগার ভ্যান্স। এই ছবিটি দেখার পর অনেকেই বলেছিলেন, ম্যাট এবং উইলের চরিত্রকে ‘মহাভারত’-এর অর্জুন এবং কৃষ্ণের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ যেমন অর্জুনের সারথি হয়েছিলেন, তেমনই এই ছবিতে উইলের চরিত্রকে তুলে ধরা হয়েছিল৷
ভারতের সঙ্গে অস্কারজয়ী অভিনেতার যোগ এখানেই শেষ নয়৷ বলিউডি ছবিতে তাঁর অ্যাপিয়ারেন্স নিয়ে কম হইচই হয়নি৷ করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ দেখা গিয়েছে তাঁকে। ওই ছবির একটি গানের দৃশ্যে ধরা দেন স্মিথ৷ শোনা যায়, কয়েক মিনিটের সেই দৃশ্যের জন্যে ফারহা খান, করণ জোহরদের কাছে থেকে তিনি শিখে নিয়েছিলেন বলিউডি ডান্স। বলিউড ছবির অংশ হতে পারাটা উইলের কাছে ‘স্বপ্ন সত্যি’ হওয়ার মতোই। সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা৷ মুম্বইয়ে এসে অটোরিকশায় চড়ে ঘুরে বেড়ানোর ফাঁকেই অভিনয়ের পাঠ নিয়েছিলেন করণ জোহর, রণবীর সিংদের কাছ থেকে।
উইল স্মিথের ভারত-যোগই কি তাঁর প্রতি ভারতীয়দের আগ্রহের কারণ? নাকি অস্কারের মঞ্চে বিরাশি সিক্কার চড়েই তিনি এখানে নায়ক?
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>