Aajbikel

অ্যালোপেশিয়া আক্রান্ত স্ত্রীকে নিয়ে রসিকতা! সঞ্চালককে সপাটে চড় উইল স্মিথের, কী এই রোগ?

 | 
স্মিথ

নিউ ইয়র্ক: ৯৪ তম অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতায় বেজায় ক্ষিপ্ত উইল স্মিথ সপাটে চড় কষান সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে৷ বিরাশি সিক্কার চড়ে তখন হতবাক কোটি কোটি দর্শক৷ কিন্তু কী এমন বলেছিসেন ক্রিস রক? কেন এক চটে গেলেন এ বছরের অস্কারজয়ী সেরা অভিনেতা?

আরও পড়ুন- অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা! সঞ্চালক ক্রিসকে সপাটে চড় উইল স্মিথের

আসলে এদিন সঞ্চালনার ফাঁকে হালকা রসিকতা করছিলেন ক্রিস৷ এক সময় তাঁর রসিকতার কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন স্মিথ জায়া জাডা পিঙ্কেট৷ হঠাৎ করেই ক্রিস বলে ওঠেন, “আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।” সেই সময় দর্শকাসনে একেবারে সামনের সারিতে সবুজ গাউনে বসেছিলেন জাডা৷ ক্রিসের ওই মন্তব্য শুনে দৃশ্যতই অসন্তুষ্ট দেখায় তাঁকে। তাঁর মুখভঙ্গিতে তা স্পষ্ট ধরাও পড়ে৷  এর পরেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান স্মিথ। সোজা মঞ্চে উঠে কোনও বাক্যব্যয় ছাড়াই সপাটে ক্রিসের গালে একটি চড় কষান! আচমকা চড়ের অভিঘাতে একেবারে হকচকিয়ে যান ক্রিস। পরে কোনও ভাবে সামলে নেন নিজেকে৷ 

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ছবি ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল ছিল অনেক কম৷ যা নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল সেই সময়৷ উল্লেখযোগ্য বিষয় হল, স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। মস্তক মুন্ডনের পর সদ্য চুল গজালে যেমনটা দেখতে হয়, অনেকটা তেমনই। তাঁকে দেখেই সম্ভবত রসিকতা করে ক্রিস বলেন, জাডাকে ‘জি আই জেন ২’-এর নায়িকার ভূমিকায় কল্পনা করছেন তিনি। আসলে ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত উইল স্মিথ ঘরনি৷ ‘অ্যালোপেশিয়া’য় আক্রান্তদের মাথার চুল পড়ে যায়। জাডার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে৷ কিন্তু স্ত্রীর অসুস্থতা নিয়ে ক্রিস চটুল রসিকতা করতেই মেজাজ হারান স্মিথ।

smith


বলে রাখা ভালো অ্যালোপেশিয়া কোনও বিরল রোগ নয়৷ অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকেন৷ সাধারণত, প্রতিদিন গড়ে আমাদের ১০০টি চুল পড়ে যেতে পারে। যা খুবই স্বাভাবিক৷ যত সংখ্যক চুল ঝরে পরে, তা আবার গজিয়েও যায়৷ কিন্তু চুল পড়া আর নতুন চুল গজানোর অনুপাতে অসামঞ্জস্য দেখা দিলেই চুল পাতলা হতে শুরু করে। অত্যধিক চুল পড়ার পিছনে নানা কারণ থাকতে পারে। সঠিক কারণ জেনে সময় মতো জীবনযাপনে বদল আনতে পারলে এই সমস্যা অনেকটাই কম করা সম্ভব হয়৷  


অ্যালোপেশিয়া কোন দিক থেকে আলাদা? শরীরের প্রতিরোধ ক্ষমতা চুলের ফলিক্‌লগুলিকে আক্রামণ করলে, তাকে অ্যালোপেশিয়া অ্যারেটা বলে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়ে মাথার তালু এবং মুখে৷ গোল গোল চাকতির মতো মাথার তালু থেকে চুল পড়ে যায়। তবে এই রোগের অন্য কোনও সমস্যা বা উপসর্গ সেভাবে নেই। 


 

Around The Web

Trending News

You May like