‘কৃষক আন্দোলন নিয়ে চুপ কেন প্রিয়াঙ্কা?’ টুইটে প্রশ্ন মিয়ার

‘কৃষক আন্দোলন নিয়ে চুপ কেন প্রিয়াঙ্কা?’ টুইটে প্রশ্ন মিয়ার

নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে বেশ কিছু দিন ধরেই সরব প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা৷ আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে একের পর এক টুইট করেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নিজের বক্তব্য৷ আরও একবার টুইট করলেন মিয়া৷ এবার তাঁর নিশানায় পিগি চপস৷ 

আরও পড়ুন- আর্থিক কেলেঙ্কারি এবার সানি লিওনের বিরুদ্ধে! বয়ান রেকর্ড পুলিশের!

‘‘কৃষক আন্দোলন নিয়ে কেন নিরব প্রিয়াঙ্কা চোপড়া? কেন কৃষক আন্দোলন নিয়ে টুইট করছেন না মিসেস জোনাস? কেন নিজের মতামত প্রকাশ করছেন না? ভারতে কৃষক আন্দোলন নিয়ে যা ঘটছে, তা নিয়ে কি কিছুই বলার নেই?’’ টুইটে প্রশ্ন তোলেন মিয়া৷ প্রিয়াঙ্কাকে নিয়ে করা মিয়ার এই টুইট নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তবে এ বিষয়ে পাল্টা কোনও টুইট করেননি প্রিয়াঙ্কা৷ 

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছিলেন মিসেস জোনাস৷ কৃষকদের সমর্থন জানিয়েই টুইট করেছিলেন ‘দ্য হোয়াইট টাইগার’৷ দলজিৎ দোসাঞ্জকে সমর্থন করে বলেছিলেন, তিনি কৃষকদের পাশে রয়েছেন৷ যা নিয়ে আবার কঙ্গনার তোপের মুখে পড়তে হয়েছিল তাঁকে৷ কেন দোসাঞ্জের মতো স্থানীয় প্রতিবাদীদের প্রিয়াঙ্কা সমর্থন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা৷ 

দলজিৎ দোসাঞ্জকে সমর্থন করে প্রিয়াঙ্কা টুইটে লিখেছিলেন, ‘‘আমাদের কৃষকরা দেশের খাদ্য সৈনিক। তাঁদের ভয় দূর করার প্রয়োজন রয়েছে৷ তাঁদের প্রত্যাশা পূরণ করার প্রয়োজন আছে৷  গণতান্ত্রিক দেশ হিসাবে এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তা নিশ্চিত করতে হবে৷’’ এই টুইটেই বেজায় চটেছিলেন কঙ্গনা৷ দোসাঞ্জের মতো মানুষদের প্রিয়াঙ্কা আরও উস্কে দিচ্ছেন বলেও তোপ দাগেন তিনি৷ এর পর দিল্লি সীমান্ত দিয়ে আন্দোলনের বহু জল গড়িয়েছে৷ কিন্তু কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খোলেননি ‘দেশি গার্ল’৷ এবার তার নিরবতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা৷ 

আরও পড়ুন- ‘ধীরে ধীরে ঠিক হচ্ছি’, হাসি মুখে পাপারাৎজিদের বললেন রিয়া, ভাইরাল ভিডিয়ো

ভারতের কৃষক আন্দোলন সারা বিশ্বে সাড়া ফেলেছে৷ বহু আন্তর্জাতিক সেলিব্রিটি কৃষকদের সমর্থন জানিয়েছেন৷ সম্প্রতি কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থনে মুখ খোলেন মার্কিন পপ তারকা রিহানা, পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ, আমান্ডা সিরনি, লেখক রুপি কউর৷ সরব হয়েছেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফাও৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =