‘ধীরে ধীরে ঠিক হচ্ছি’, হাসি মুখে পাপারাৎজিদের বললেন রিয়া, ভাইরাল ভিডিয়ো

‘ধীরে ধীরে ঠিক হচ্ছি’, হাসি মুখে পাপারাৎজিদের বললেন রিয়া, ভাইরাল ভিডিয়ো

মুম্বই:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী৷ বাইকুল্লা জেলে প্রায় দু’মাস কাটানোর পর আপাতত জামিনে মুক্ত সুশান্তের প্রাক্তন প্রেমিকা৷ জেল থেকে ছাড়া পেলেও এতদিন আড়ালেই ছিলেন তিনি৷ কিন্তু শুক্রবার জিম থেকে বেরতেই একেবারে পাপারাৎজিদের সামনে পড়ে যান রিয়া৷ ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ৷ তাঁকে দেখেই সাংবাদিকের প্রশ্ন কেমন আছেন ম্যাম?

আরও পড়ুন- কৃষক-বিদ্রোহে মুখ খুললেন সালমান! বললেন, ‘যা সঠিক তাই করা উচিত’

এদিন অবশ্য সাংবাদিকদের এড়িয়ে যেতে পারেননি রিয়া চক্রবর্তী৷ ঠোঁটের কোনে হাসি নিয়েই জবাব দেন, ‘ধীরে ধীরে ঠিক হচ্ছি’৷ সুশান্তের মৃত্যুর পর তাঁকে নিয়ে কম টানাপোড়েন হয়নি৷ জেলে চার দেওয়ালে বন্দি থেকেছেন দীর্ঘ দিন৷ ডাল-রুটি, চাটাইয়ের বিছানা, সেই বিভীষিকা ভুলে হয়তো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন তিনি৷ এদিন সাংবাদিকদের সে কথা জানিয়েই গাড়িতে উঠে পড়লেন ‘জালেবি’ খ্যাত অভিনেত্রী৷  

জেল থেকে বেরনোর পর এই প্রথম মুখ খুললেন রিয়া৷ গত সপ্তাহে একই জিম থেকে বেরতে দেখা গিয়েছিল তাঁকে৷ সঙ্গে ছিলেন ভাই সৌভিক৷ সেদিন সাংবাদিকদের এড়িয়ে সোজা গাড়িতে উঠে বসেছিলেন তিনি৷ কিন্তু শুক্রবার সেটি করলেন না৷ মৃদু হেসে ভালো হয়ে ওঠার কথা জানালেন৷ আর সেই ছবি-ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল৷ 

প্রসঙ্গত, গত বছর জুন মাসে মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ৷ এই মামলায় মাদক যোগে গ্রেফতার হন তাঁর প্রেমিকা রিয়া এবং তাঁর ভাই সৌভিক৷ জেল থেকে বেরনোর পর সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় ফুল কিনতে দেখা গিয়ছিল তাঁকে৷ তবে কি সুশান্তের জন্মদিন উপলক্ষেই এই ফুল কিনছিলেন তিনি? নেটিজেনরা এমনটাই মনে করছিলেন৷ তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রিয়া৷ 

আরও পড়ুন- ‘সুতোটা ছিঁড়ে দিলাম, নতুন ঘুড়ি ওড়াবো’! তাহলে কি নতুন সম্পর্কে লোপামুদ্রা? তুঙ্গে জল্পনা

এই ঘটনার পর পরিচালক রুমি জাফরি অবশ্য বলেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রিয়া৷ এদিন রিয়ার মুখেও শোনা গেল সেই কথাই৷ তবে সুশান্তের মৃত্যুর জন্য তাঁর গায়ে যে ‘দায়ি’ হওয়ার দাগ লেগেছে, তা এখনও মুছে যায়নি৷ কিন্তু তিনিও হাল ছাড়েননি৷ খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে রিয়াকে৷  অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি৷        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =