মুম্বই: কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দিলজিৎ দোশাঞ্জ, দেশের সাম্প্রতিক কৃষক আন্দোলনকে ঘিরে প্রায় প্রথম থেকেই সরব হয়েছিল বলিউডের একাংশ। কিন্তু পাশাপাশি এই বিষয়ে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় অংশের নীরবতা ছিল চোখে পড়ার মতো। কেন রাজধানীতে চলতে থাকা এত বড় একটা বিক্ষোভে মুখ খুলছেন না শাহরুখ সালমান কিংবা অমিতাভ? প্রশ্ন উঠছিল বারবার। সমস্ত তরজা থামিয়ে অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।
“সবার জন্য যেটা ঠিক, যেটা সকলের পক্ষে মঙ্গলজনক সেটাই করা উচিত”, দিল্লির কৃষক আন্দোলন নিয়ে এদিন এমনটাই জানালেন সালমান খান। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলা বাহুল্য, দেশ জোড়া বিতর্কের মাঝে ভাইজানের প্রতিক্রিয়ার ‘সাবধানী’ সুর মোটেই নজর এড়াচ্ছে না ভক্তদের।
বৃহস্পতিবার মুম্বাইয়ে ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সম্প্রতি ভারতের কৃষক আন্দোলন নিয়ে রিহানা,গ্রেটা থুনবার্গের মতো বিদেশী তারকারা মুখ খুললে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ঐক্যবদ্ধ হতে দেখা গেছে অনেক বলিউড ও ক্রিকেট তারকাকে। এ প্রসঙ্গে সালমান খানের মতামত জানতে চাইলে তিনি বলেন, “যেটা ঠিক সেটাই করা উচিত। যেটা সবচেয়ে সঠিক সেটাই করতে হবে। যেটা সকলের পক্ষে মঙ্গলজনক সেটাই করা উচিত।” আন্দোলনকারী কৃষক নাকি কেন্দ্র সরকার, কার পক্ষে দাঁড়ালেন ‘ভাইজান’? স্পষ্ট হল না।
উল্লেখ্য, আন্তর্জাতিক তারকাদের ট্যুইটের বিরুদ্ধে একজোট হয়ে একের পর এক মুখ খোলেন অক্ষয় কুমার, অজয় দেবগন, সুনীল শেঠী, কৈলাশ খেরের মতো জনপ্রিয় বলিউড তারকা। এমনকি সরব হন ভারতীয় ক্রিকেট ‘ঈশ্বর’ শচীন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, অনেকেই। ভারতের সার্বভৌমত্বকে কলুষিত করার জন্য আন্তর্জাতিক এক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তাঁরা। তবে সালমান খানের এদিনে বক্তব্য কোনো পক্ষের হয়েই তাঁর অবস্থানকে স্পষ্ট করেনি।