শরীর মিললেও মন নয়! কেন অশান্তি চরমে পৌঁছেছিল অভিষেক-ঐশ্বর্যর?

শরীর মিললেও মন নয়! কেন অশান্তি চরমে পৌঁছেছিল অভিষেক-ঐশ্বর্যর?

মুম্বই:  বলিউড মানেই গসিপ৷ সেই তালিকায় রয়েছেন বচ্চন বধূ ঐশ্বর্য রাইও৷ রিল লাইফ হোক বা রিয়েল লাইফ তারকাদের জীবন নিয়ে চর্চার অন্ত নেই৷ সেই চর্চার বারবারই উঠে এসেছে বিশ্ব সুন্দরী ঐশ্বর্য ও বিগ-বি পুত্র অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন৷ তাঁদের বিবাহিত সম্পর্ক ১৪ বছরের৷ কিন্তু আজও ঝগড়া হলে ঐশ্বর্য ক্ষমা চেয়ে নেন স্বামী অভিষেকের কাছে৷ কিন্তু কেন? 

আরও পড়ুন- ‘বিগ বসে’র ঘরে উদ্দাম যৌনতা, অন ক্যামেরা সঙ্গম’, বিস্ফোরক দাবি উরফির

abhi

আর পাঁচজন স্বামী স্ত্রীর মতো অভিষেক-ঐশ্বর্যও ঝগড়া করেন৷ কিন্তু ক্ষমাটা নাকি বচ্চন বধূই চেয়ে নেন৷ আর এই গোপন কথাটি ফাঁস করেছিলেন তিনি নিজেই৷ কপিল শর্মার শো’তে গিয়ে৷ অনেকেরই ধারনা ছিল ঝগড়া হলে অভিষেকই হয়তো প্রথমে এগিয়ে যান মানা ভাঙাতে৷ কিন্তু ওই সাক্ষাৎকারে সকলের ভুল ভেঙে দিয়েছিলেন ঐশ্বর্য৷ এটাই তাঁদের সুখি দাম্পত্যের চাবিকাঠি৷ এই ভাবেই তাঁরা পাড় করে দিয়েছে ১৪টা বছর৷ 

অভিষেক

সলমানের সঙ্গে সম্পর্ক ভাঙা থেকে বয়সে ছোট অভিষেকের সঙ্গে বিয়ে, কখনও বোল্ড ফোটোশুট, কখনও আবার হৃতিকের সঙ্গে অন্তরঙ্গতা, লিপ লক৷ কখনও আবার রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা৷ বারবার চর্চায় থেকেছেন ঐশ্বর্য৷ তবে এবার দাম্পত্যের সিক্রেট ফাঁস করে ভাইরাল তিনি৷ তবে আদর্শ স্ত্রী ও ভালো মা হওয়ার তকমাও রয়েছে তাঁর৷ 

আরও পড়ুন- সুহানাকে বি টাউনে লঞ্চ করছেন জোয়া আখতার

aishariya

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রথম আলাপ হয় দু’জনের। ২০০০ সালে  ‘ঢাই অকসর প্রেম কি’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে বন্ধুত্বের সূত্রপাত৷ ‘কিউ হো গ্যায়া না’ ছবির সময় থেকেই তাদের প্রেম নিয়ে শুরু হয় গুঞ্জন৷ এর পর ‘গুরু’ সুপারহিট হতেই ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা৷  তবে তাঁদের দাম্পত্য কলহের খবরও বহুবার প্রকাশ্যে এসেছে৷ এক সময় শোনা গিয়েছিল তাঁরা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন৷ যদিও তা হয়নি৷ কিন্তু কেন এত ঝগড়া? তবে কি পুরনো সম্পর্কের জের?
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =