‘বিগ বসে’র ঘরে উদ্দাম যৌনতা, অন ক্যামেরা সঙ্গম’, বিস্ফোরক দাবি উরফির

‘বিগ বসে’র ঘরে উদ্দাম যৌনতা, অন ক্যামেরা সঙ্গম’, বিস্ফোরক দাবি উরফির

মুম্বই: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ও উন্মাদনার অন্ত নেই৷ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে এই শো৷ আর শুরু হতেই বিতর্কের শিরোনামে বিগ বস৷ এই রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিজন ১৫- থেকে বাদ পড়া প্রথম প্রতিযোগী উরফি জাভেদ৷ যা নিয়ে শোরগোল নেটপাড়ায়৷ 

আরও পড়ুন- সুহানাকে বি টাউনে লঞ্চ করছেন জোয়া আখতার

urfi

উরফির দাবি, বিগ বসে’র ঘরে চরম যৌনতা হয়েছে৷ অন ক্যামেরা যৌন সঙ্গম করা হয়েছে৷ তাঁর সেই ভিডিয়ো এখন ভাইরাল৷ ক্যামেরার সামনে এসে উরফি বলেন, বিগ বস ওটিটি’র ঘরেই যৌন সম্পর্ক হয়েছে৷ জানি না আপনাদের সেই দৃশ্য দেখানো হয়েছে কিনা৷ প্রচণ্ড নোংরামি হয়েছে৷  উরফি কিন্তু বিগ বসের ঘরে বসেই এই ভিডিয়ো বার্তা দেন৷ সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন অপর এক প্রতিযোগী সহজপাল৷ উরফির কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান তিনি৷ প্রথম সপ্তাহেই বাদ পড়েন উরফি৷ 

আরও পড়ুন- শুটিংয়ের মাঝে জ্বর নিয়ে বাড়ি ফিরেছেন অঙ্কুশ, অসুস্থ ঐন্দ্রিলা

অনকেই মনে করছেন বিগ বসে’র টিআরপি বাড়ানোর জন্য এহেন মন্তব্য করেছেন তিনি৷ তবে অনেকেই আবার উরফির মন্তব্যে সত্যতা খুঁজছেন৷ প্রসঙ্গ, গত ৮ অগাস্ট থেকে শুরু হয়েছে বিগ বস৷ প্রথম ৬ সপ্তাগ ওটিট প্ল্যাটফর্মে দেখানোর হবে এই শো৷ পরে এটি দেখা যাবে টিভির পর্দায়৷ থাকবে একের পর এক চমক৷ টিভিতে বিগ বসের ঘরে দেখা যাবে রেখাকে৷  ইতিমধ্যে ঘরে পৌঁছে গিয়েছেন শমিতা শেট্টি৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =