শুটিংয়ের মাঝে জ্বর নিয়ে বাড়ি ফিরেছেন অঙ্কুশ, অসুস্থ ঐন্দ্রিলা

শুটিংয়ের মাঝে জ্বর নিয়ে বাড়ি ফিরেছেন অঙ্কুশ, অসুস্থ ঐন্দ্রিলা

কলকাতা: জ্বরে কাবু অঙ্কুশ ও ঐন্দ্রিলা। দুই তারকাকেই আপাতত চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে৷ কড়া ওষুধও খেতে হচ্ছে বলে খবর।

টলিপাড়া সূত্রে খবর, শুটিং চলাকালীনই অসুস্থ বোধ করেন অঙ্কুশ। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে, মাঝপথে শুটিং সেরে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। এক সংবাদমাধ্যমে অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা জানান, তাঁরা দু’জনেই ডাক্তার দেখিয়েছিলেন৷ ভাইরাল ফিভার হয়েছে। সুস্থ হতে একটু সময় লাগবে। ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামও নিতে হবে। 

দেব-রুক্মিণীর ‘কিশমিশ’ ছবিতে অভিনয় করার কথা জানিয়ে শনিবারই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। ছবির নীচে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের কিশমিশ মুহূর্ত…ছবির অঙ্গ হতে পেরে কৃতজ্ঞ… দেব দারুণ একজন মানুষ… খুব ভালোবাসি।’ এবছরই রিল লাইফে জুটি হিসেবে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রথম ছবি  ‘ম্যাজিক’ মুক্তি পেয়েছে। বক্স অফিসে তা সফলও হয়েছে৷ অঙ্কুশের হাতে এখন একগুচ্ছ ছবি। পাভেল পরিচালিত ‘মন খারাপ’ ছবিতে ঋদ্ধি সেন, অপরাজিতা আঢ্যদের সঙ্গে অভিনয় করছেন।

রাজা চন্দের পরিচালনায়  ‘চক্রব্যূহ’ ছবিতে অভিনয় করছেন৷ বাবা যাদবের পরিচালনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন। জয়দীপ মুখোপাধ্যায়ের ‘এফআইআর’ ছবিতে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন। এছাড়াও  ‘ভয়’ ও ‘মৃগয়া’ নামক ছবি তাঁর হাতে রয়েছে। এত ছবির মাঝে বন্ধু বিক্রমের সঙ্গে রিয়ালিটি শো সঞ্চালনা করছেন অঙ্কুশ। এত কাজের মধ্যেই সম্প্রতি বিএমডব্লিউ গাড়ি কেনার ছবি পোস্ট করেছেন দুই তারকা। এখন টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের জোর গুঞ্জন। চলতি বছরের শেষেই ছাদনা তলায় যেতে পারেন দু’জন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − sixteen =