মুম্বই: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে ‘পাঠান’৷ শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও রমরমিয়ে ব্যবসা করছে শাহরুখ খান ও দিপীকা পাদুকোন অভিনীত এই অ্যাকশন মুভি৷ কিন্তু, মুক্তির আগেই ‘পাঠান’কে লাইমলাইটে এনে দিয়েছিল এই ছবির একটি গান৷ বিতর্কের ঝড় তুলেছিল ‘বেশরম রং’৷ ওই গানে দিপীকার গেরুয়া বিকিনি নিয়ে খড়্গহস্ত হয়েছিলেন কট্টরপন্থীদের একাংশ৷ ধাওয়া করেছিল রক্তচক্ষু৷ কিন্তু, এই গানের মাদকতাকে এড়িয়ে যেতে পারেননি সিনেপ্রেমীরা৷ আর বেশরম রং-এর হাত ধরেই তো তাঁরা এখন ‘ওমেন অফ দ্য মোমেন্ট’৷ ভাবছেন তো তাঁরা কারা? একজন যদি দিপীকা হন, তাহলে অপরজন নিশ্চিত ভাবেই শিল্পা রাও৷ তিনিই বহু চর্চিত ‘বেশরম’ গানের গায়িকা৷ যে ভাবে ‘কাঁচা বাদাম’ গানে নেচেছিল আসমুদ্র হিমাচল। ঠিক সে ভাবেই শিল্পার গলায় ‘বেশরম রং’-এর সুরে দুলছে দুনিয়া৷ শিল্পাকে নিয়েও শুরু হয়েছে চর্চা৷
আরও পড়ুন- বিশ্বে সাড়ে ৬০০ কোটির দোরগোড়ায় ‘পাঠান’, ওটিটি-তেও রেকর্ড অর্থে বিক্রি
‘দ্য ট্রেন’ ছবির ‘ওহ আজনবি’ গানটি গেয়ে প্রচার মাধ্যমের পাদপ্রদীপে এসেছিলেন শিল্পা৷ তবে তাঁকে আকাশছোঁয়া সাফল্য এনে দেয় রণবীর-দীপিকার ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির ‘খুদা জানে’ গানটি। জামেশপুরের মেয়ে শিল্পা। তখন তিনি কলেজ পড়ুয়া৷ সংগীত পরিচালক মিথুন তাঁকে ‘আনওয়ার’ ছবিতে ‘জাভেদা জিন্দেগি’ গানটি গাওয়ার সুযোগ দেন। এই গানের সঙ্গেই শুরু শিল্পার বলিউড সফর। তাঁর ভয়েস টেক্সচার নিশ্চিত ভাবেই অনন্য৷ আর সে কারণেই হামেশা চর্চায় থাকেন তিনি। এ.আর রহমান,শঙ্কর-এয়সান-লয়,ইলাইয়ারাজা,বিশাল-শেখর সহ হালফিলের প্রায় সব সংগীত পরিচালকের জন্যই প্লে-ব্যাক করে ফেলেছেন গায়িকা৷
১৯৮৪ সালের ১১ এপ্রিল, ঝাড়খণ্ডের জমশেদপুর শহরে জন্ম শিল্পার৷ কিন্তু ১৩ বছর বয়সে মুম্বইয়ে চলে যান তিনি। সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথম সুযোগ আসার আগে তিন বছর বিজ্ঞাপনের জিঙ্গলে গলা দিয়েছিলেন তিনি৷ তবে কলেজে পড়তে পড়তেই আসে কাজ করার সুযোগ৷ তাঁর ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার পুরস্কার ও একটি স্ক্রিন পুরস্কার-সহ একাধিক পুরস্কার৷
একজন প্রাণবন্ত সঙ্গীত শিল্পী হিসাবেই বলিউডে পরিচিত শিল্পা৷ তাঁর গাওয়া হিট গানগুলির মধ্যে রয়েছে ‘হারদম হামদম’ (লুডো), ‘তেরে হাওয়ালে’ (লাল সিং চাড্ডা), ‘খুদা জানে’ প্রভৃতি গানগুলি৷ ২০২১ সালে চুপিসারে বিয়ে সেরেছেন গায়িকা৷ ভিস্যুয়াল আর্টিস্ট রীতেশ কৃষ্ণানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েব তিনি৷ দক্ষিণ ভারতীয় রীতি মেনে খুব সাদামাটা ভাবেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়ায় ‘মিস্টার অ্যান্ড মিসেস’ পরিচিতি দিয়ে স্বামীর সঙ্গে বিয়ের প্রথম ছবি পোস্ট করেছিলেন তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>