বিশ্বে সাড়ে ৬০০ কোটির দোরগোড়ায় ‘পাঠান’, ওটিটি-তেও রেকর্ড অর্থে বিক্রি

বিশ্বে সাড়ে ৬০০ কোটির দোরগোড়ায় ‘পাঠান’, ওটিটি-তেও রেকর্ড অর্থে বিক্রি

মুম্বই: চার বছর পর বড় পর্দায় ফিরে কাঁপিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর কামব্যাক ছবি ‘পাঠান’ দেশ তো বটেই বিশ্বজুড়ে বক্স অফিসে কামাল দেখাচ্ছে। বিশ্বব্যাপী এই ছবি ইতিমধ্যেই ৬০০ কোটির বেশি অর্থের ব্যবসা করে ফেলেছে। দেশেও ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছে ‘পাঠান’-এর ব্যবসা। এটাও জেনে রাখতে হবে, ওটিটি প্ল্যাটফর্মেও এই ছবি রেকর্ড অঙ্কে বিক্রি হয়েছে। তবে সেখানে তা কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত নয়। 

আরও পড়ুন- আমেরিকায় অন্য নজির! বিশ্বজুড়ে ‘পাঠান’ ছাড়াল ৫০০ কোটির ব্যবসা

সূত্রের খবর, অ্যামাজন প্রাইমে ‘পাঠান’-এর স্বত্ব বিক্রি করেছে যশরাজ ফিল্মস। রেকর্ড ১০০ কোটি টাকায় এই সিনেমা বিক্রি হয়েছে সেখানে। কানাঘুষো শোনা যাচ্ছে যে, আগামী এপ্রিল মাসে এই ছবি অনলাইনে মুক্তি পাবে। কিন্তু সেটার কোনও সরকারি ঘোষণা এখনও হয়নি। আপাতত এই ছবি মুক্তির এক সপ্তাহ কেটে গেলেও রমরমিয়ে সিনেমা হলে চলছে ‘পাঠান’। ভালো ব্যবসা হওয়ায় আবার যশরাজ সিদ্ধান্ত নিয়েছে টিকিটের দাম কমাবে তারা। জায়গা ভিত্তিক ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ‘পাঠান’ ছবির টিকিটের দাম কমতে চলেছে। 

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ইতিমধ্যেই জানিয়েছেন, শুধু হিন্দি বেল্টে ‘পাঠান’ ৭ দিনে ব্যবসা করেছে ৩১৮.৫০ কোটি টাকা। তামিল এবং তেলেগু মিলিয়ে আরও ১১.৭৫ কোটি টাকা। সব মিলিয়ে শুধু ভারতে এই ছবির ব্যবসা দাঁড়িয়েছে ৩৩০.২৫ কোটি। আর বিশ্বে এই ছবির ব্যবসা দাঁড়িয়েছে ৬৩৪ কোটি। দেশের হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম এক সপ্তাহে ‘পাঠান’ সর্বোচ্চ ব্যবসা করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =