লাখ টাকার ঘড়ি থেকে জুতো! কী কী পেলেন ‘রালিয়া’, জানুন বিস্তারিত

লাখ টাকার ঘড়ি থেকে জুতো! কী কী পেলেন ‘রালিয়া’, জানুন বিস্তারিত

মুম্বই: গত বৃহস্পতিবার চার হাত এক হয়েছে ‘রালিয়া’র। উপস্থিত ছিলেন মাত্র ২৮ জন অতিথি। তাঁদের বিয়ে নিয়ে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে চর্চা। কি পরছেন আলিয়া-রণবীর? কোথায় হচ্ছে তাঁদের বিয়ে? বিয়েতে অতিথির তালিকায় কাদের দেখা যাবে? মেনুতেই বা কি থাকছে? এসব নিয়ে বেশ কিছুদিন ধরে জমজমাট ছিল বলিপাড়া। অবশেষে ১৪ই এপ্রিল বৃহস্পতিবার চার হাত এক হল তাঁদের। তবে বিয়ের আগে মুখ না খুললেও বিয়ে মিটতেই প্রকাশ্যে এসেছে একের পর এক ছবি। এদিকে বিয়েতে জামাই বাবাজীবন রণবীরের জন্য সবচেয়ে খাস উপহারটি দিয়েছেন আলিয়ার মা, সোনি রাজদান। বিয়েতে রণবীরকে একটি দামী ব্র্যান্ডের হাতখড়ি দিয়েছেন তিনি, যার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা। বিয়ের পর মধুচন্দ্রিমা বাদ দিয়ে দুই অভিনেতা কাজে যোগ দিলেও তাঁদের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই।

আরও পড়ুন- ‘নজর কে সামনে..’ দাদাগিরির মঞ্চে রোমান্টির গান সৌরভের! ফুটে উঠল ডোনার মুখ

শনিবার বান্দ্রার বাস্তুতে ছোটখাটো রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন রণবীর-আলিয়া। সেখানে হাজির ছিলেন শাহরুখ খান, গৌরী খান, করণ জোহরদের মতো তারকারা। বিয়ে উপলক্ষে তাঁদের উপহার পাঠাতে ভোলেননি ঘনিষ্ঠরা। কী কী ছিল তাঁদের উপহারের তালিকায় জানুন…

দীপিকা পাডুকোনঃ এক নাম করা বিদেশি সংস্থার ঘড়ি উপহার দিয়েছেন রণবীরের প্রাক্তন প্রেমিকা। যার দাম ১৫ লক্ষ টাকা।

রণবীর সিংঃ কাওয়াসাকি নিনজা H2R বাইক উপহার দিয়েছেন তিনি। যার দাম ৭৮ লক্ষ টাকা।

করিনা কাপুরঃ বিয়েতে শুরু থেকেই হাজির ছিলেন করিনা। আলিয়ার জন্য হীরের গয়না দিয়েছেন তিনি, যার দাম ৩ লক্ষ টাকা।

করিশ্মা কাপুরঃ আলিয়াকে বহুমূল্যের হিরের সেট উপহার দিয়েছেন করিশ্মা।

প্রিয়াঙ্কা চোপড়াঃ বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও লস এঞ্জেলেস থেকে লক্ষ টাকার হীরের নেকলেস পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন- নববর্ষে বিচ্ছেদের সুর নীল-তৃণার জীবনে! পরস্পরকে বললেন ‘আর যেন দেখা না হয়’

বরুণ ধাওয়ানঃ আলিয়াকে তিনি তাঁর পছন্দসই ব্র্যান্ডের চার লাখ টাকার হাই হিল জুতো উপহার দিয়েছেন।

ক্যাটরিনা কইফঃ আলিয়ার জন্য প্ল্যাটিনামের ব্রেসলেট পাঠিয়েছেন রণবীরের প্রাক্তন প্রেমিকা। যার দাম ১৪ লক্ষ।

সিদ্ধার্থ মালহোত্রাঃ আলিয়ার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমকাহানি সবারই জানা। সূত্রের খবর, আলিয়াকে একটি জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ উপহার দিয়েছেন সিদ্ধার্থ, যার মূল্য ৩ লক্ষ।

অনুস্কা শর্মাঃ আলিয়াকে মণীশ মলহোত্রার পোশাক দিয়েছেন অনুস্কা, যার দাম এক লাখ ষাট হাজার টাকা।

অয়ন মুখোপাধ্যায়ঃ সবচেয়ে দামী উপহার দিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ১ কোটি টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন রণবীর-আলিয়াকে।

উপহার ভাগ্যে পরিবার থেকেও বঞ্চিত নন রণবীর ও আলিয়া। একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে রণবীর-আলিয়াকে মা নীতু সিং কাপুর দিয়েছেন ২৬ কোটি টাকা দামের একটি ফ্ল্যাট। অন্যদিকে রীতি মেনে বিয়েতে উপস্থিত অতিথিদের রির্টান গিফটও দিয়েছেন রণবীর-আলিয়া। উপহার হিসাবে প্রত্যেককে কাশ্মীরি শাল দেওয়া হয়েছে, এবং সেগুলো বাছাই করেছেন আলিয়া নিজে। প্রত্যেকেই মুগ্ধ ওই শালগুলোর গুণমানতা দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =