Aajbikel

নববর্ষে বিচ্ছেদের সুর নীল-তৃণার জীবনে! পরস্পরকে বললেন ‘আর যেন দেখা না হয়’

 | 
nil

কলকাতা: নববর্ষে ভাঙনের ইঙ্গিত৷ নীল ভট্টাচার্য আর তৃণা সাহার সম্পর্কে বিচ্ছেদের সুর? দু’জনে নাকি একে অপরকে বলে দিয়েছেন ‘আর যেন দেখা না হয়’। তবুও এই খবরে অনেকের মনেই আনন্দ। কিন্তু কেন?

আরও পড়ুন- ধবধবে সাদা বালির উপর কালো বিকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন ক্যাটরিনা

আসলে এই ভাঙন কিন্তু রিয়েল লাইফের ভাঙন নয়। একেবারেই পর্দার৷ তবে ভাঙন যখন হচ্ছে, তার আগে জোড়ার গল্প নিশ্চয় রয়েছে। আর সেটিই অনুরাগীদের কাছে সুসংবাদ। বাস্তবের জুটি এ বার জোট বাঁধছে পর্দাতেও৷ নীল ও তৃণাকে দেখা যাবে মিউজিক ভিডিয়ো ‘আর যেন দেখা না হয়’-তে৷ বাংলা নববর্ষে প্রকাশ্যে এসেছে সেই ঝলক৷ পাশাপাশি এবার বড় পর্দাতেও দেখা যাবে নীল ঘরণীকে। সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলের ছবিতে অভিনয় করবেন তিনি। 

কুন্তল দে-র সুরে ঈশান মিত্রর গলায় শোনা যাবে  বিরহের গান ‘আর যেন দেখা না হয়’। যে গানের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেম ভাঙা, বিচ্ছেদের অনুভূতি। নীল-তৃণার এই রিল ভিডিয়ো মন ছুঁয়েছে অনুরাগীদের৷ বিয়ের পর এটাই তাঁদের একসঙ্গে প্রথম কাজ৷ তবে গল্প হৃদয় ভাঙার!

 

Around The Web

Trending News

You May like