Aajbikel

রাত ফুরোলেও সোহাগে মাখামাখি! বিবাহবার্ষিকীতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিলেন ভি-ক্যাট

 | 
katrina

মুম্বই:  সূয্যি মামা উঁকি দিয়েছে আকাশে৷ বিছানা জুড়ে ছড়িয়ে পড়েছে মিঠে রোদ৷ কিন্তু তখনও সোহাগে মাখামাখি৷ রোদের পরশ মেখেই পরস্পরকে জড়িয়ে শুয়ে আছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। রাত ফুরোলেও তাঁরা সমাহিত প্রেমে। আলস্যে ভরা দিনে বিছানা ছেড়ে ওঠার তাড়া নেই মোটেও৷ একে অপরকে ভালবাসায় ভরিয়ে দেবেন,  বিবাহবার্ষিকীতে এমনই প্রতিশ্রুতি তারকা দম্পতির।

আরও পড়ুন- পুলিশের সামনেই অভিনেত্রী নবনীতাকে খুন-ধর্ষণের হুমকি,নিষ্ক্রীয় পুলিশ, ঘটনার ভিডিয়ো ট্যাগ মুখ্যমন্ত্রীকে

শুক্রবার বিয়ের ছবি ছাড়াও মায়াবী আলোয় একে অপরকে আলিঙ্গনের সেই ছবিটিও পোস্ট করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। জীবনসঙ্গিনীকে এভাবেই অজীবন বুকে জড়িয়ে রাখতে চান তিনি৷ স্ত্রীর উদ্দেশে লিখলেন, “সময় বয়ে যায়। কিন্তু তোমার সঙ্গে সময় কাটানো যেন কোনও মায়াবী দুনিয়ায় থাকার মতো। আমাদের প্রথম বিবাহবার্ষিকী শুভ হোক। তোমাকে কত ভালবাসি, ভাবতেও পারবে না!”

ভিকি ক্যাট


এর আগেও একাধিক সাক্ষাৎকারে স্ত্রীর তারিফ করেছিলেন ভিকি৷ জানিয়েছিলেন, ক্যাটরিনার মতো মানুষ হয় না। তিনি আসার পর তাঁর জীবন যেন বদলে গিয়েছে। ক্যাটরিনাও ভিকির ভালোবাসা পেয়ে সুখী। তাঁদের দাম্পত্য বলিউডে অন্যতম সফল প্রেমের উদাহরণ৷ 

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রূপকথার বিয়ে সেরেছিলেন ভিকি-ক্যাট। সেই বিয়ের এক বছর পূর্ণ হল৷ জানা গিয়েছে, প্রথম বিবাহবর্ষিকীতে একেবারে নিজের ডিজাইনে ক্যাটরিনার জন্য বিশেষ গয়না বানিয়েছেন ভিকি। অন্যদিকে, ভিকির জন্য বিলাসবহুল গাড়ি কিনেছেন অভিনেত্রী।


 

Around The Web

Trending News

You May like