Aajbikel

ঋতুস্রাব হলে নারীদের ছোঁয়া যায়? অনুরাগীর কটাক্ষে এ কী করলেন উরফি!

 | 
উরফি

মুম্বই: এ কোন বেশ! উরফি জাভেদ নামের সঙ্গে এই রূপ যে একেবারেই বেমানান৷ মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে অভনেত্রীকে দেখে অনেকেই তাজ্জব৷ হবে নাই বা কেন? কাটা-ফাটা পোশাকে শরীরের উঁকিঝুকি নয়৷ নেই পরীক্ষামূলক সাহসিকতার পরখ৷ বরং এদিন তাঁকে দেখা গেল সাদা রংয়ের একটি সালোয়ার কামিজে৷ সঙ্গে নীল রংয়ের ফিনফিনে ওড়না৷ এই পোশাকে একেবারেই অন্য রকম লাগছিল তাঁকে৷ কিন্তু ব্যাপারটা কী? 

আরও পড়ুন- সলমানের বাড়িতে সিবিআই! ক্রমেই বাড়ছে রহস্য

আগ্রহের বশেই জনৈক চিত্র সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, "আপনার কি শরীর খারাপ?" প্রশ্ন শুনেই উরফির সপাটে জবাব, ‘‘হ্যাঁ,পিরিয়ড হয়েছে। আজ প্রথম দিন।" জবাব শুনে সাহস সঞ্চয় করে আরেক চিত্র সাংবাদিক নামেন উরফির মানসিকতা পরখে৷ অভিনেত্রীর কাছ জানতে চান, ঋতুস্রাব চলাকালীন নারীদের কী ছোঁয়া যায়? 

উরফি
প্রশ্ন শুনেই এগিয়ে গিয়ে টুক করে ছুঁয়ে দেন সেই চিত্রসাংবাদিককে৷ তাঁর সপ্রতিভ জবাব, "এটা দশম শতক নাকি? কোন যুগে পড়ে আছেন? এখনকার দিনে এ সব ধারণার কোনও অস্তিত্ব নেই।" উরফির এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়৷ নেটিজেনরা বলছেন, কী নির্লজ্জ৷ ছিঃ!

উরফি

তবে আরেক দলের নজরে শুধুই উরফির পোশাক। তাঁরা প্রশংসা করে লিখলেন, 'এই সাজে বেশ সুন্দর লাগছে৷’ ঋতুমতী হয়ে যেন ধরা দিলেন অন্য উরফি৷ নতুন করে আবিষ্কার করা গেল বিতর্কিত এই অভিনেত্রীকে৷ 

উরফি


 

Around The Web

Trending News

You May like