Aajbikel

সলমানের বাড়িতে সিবিআই! ক্রমেই বাড়ছে রহস্য

 | 
Salman Khan on Farmers movement row

মুম্বই:  সলমন খানের বাড়িতে পৌঁছল সিবিআই। সোমবার দুপুরে বান্দ্রায় গ্যালাক্সি ভবনের সামনে সিবিআইয়েক আধিকারিকদের দেখতে পাওয়া যায়। অভিনেতার সঙ্গেও তদন্তকারী সংস্থার আধিকারিকদের কথা বলতে দেখা যায়। তবে কী কারণে সল্লু মিঞার বাড়িতে সিবিআই আধিকারিকদেরর হানা তা এখনও জানা যায়নি। 

রবিবার প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি পান সলমন খান। এরপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর সলমন খানের নিরাপত্তা বাড়িয়েছে। সেই বিষয়ে সিবিআইয়ের আধিকারিকরা সালমানের সঙ্গে কথা বলেন বলে মনে করা হচ্ছে। জানা যায়, রবিবার বান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া যায়। এরপরে বান্দ্রা পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে তদন্তে নামে। জানা যায়, সলমন খানের নিরাপত্তারক্ষীরা বাসস্ট্যান্ডের একটি বেঞ্চ থেকে হুমকি দেওয়া চিঠিটি উদ্ধার করেন। সেখানে সলমন খানকে প্রতারক হিসেবে অবিহিত করা হয়েছে। সেখানে সলমন খানের বাবা সেলিম খানকেও হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। 

হুমকির চিঠি আসার পরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর সলমন খান ও সেলিম খানের নিরাপত্তা বাড়ায়। সিধু মুজওয়ালার মৃত্যুর পর মহারাষ্ট্র প্রশাসন এই হুমকির চিঠি সহজভাবে নিতে প্রস্তুত নয়। বিখ্যাত এই সঙ্গীত শিল্পীর নিরাপত্তা তুলে নেওয়ার পরেই তাঁকে একদল দুষ্কৃতী গুলি করে হত্যা করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সিধু মুজওয়ালাকে হত্যায় যুক্ত গোল্ডি ব্রারের সঙ্গে এই হুমকি চিঠির যোগ রয়েছে। এই বিষয়ে সলমন খান বা সেলিম খান কোনও প্রতিক্রিয়া দেননি। 

Around The Web

Trending News

You May like