সবুজ জালে বাঁধা যৌবন! রাতে ছিল গয়নার আবরণ, সকালে উন্মুক্ত উরফি

সবুজ জালে বাঁধা যৌবন! রাতে ছিল গয়নার আবরণ, সকালে উন্মুক্ত উরফি

 মুম্বই:  ফের নতুন অবতারে ধরা দিলেন উরফি। রাতে তাঁর বসন এবং ভূষণ ছিল অলঙ্কার। কিন্তু আলো ফুটতেই নিজেকে বন্দি করলেন নাইলনের জালে। খুরি! এ বন্দি কিন্তু সেই বন্দি নয়। বরং নাইলনের জালে লজ্জা ঢাকলেন তিনি। এতক্ষণে নিশ্চয় বুঝেই গিয়েছেন, কার কথা হচ্ছে।  ঘণ্টায় ঘণ্টায় যিনি নতুন নতুন সাজে যিনি সকলের চোখ কপালে তোলেন, তিনি উরফি জাভেদ ছাড়া আর কেউ নন৷ তবে রমজানের মাসে তাঁর এহেন খোলামেলা পোশাকে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। অনেকেই বলছেন, উরফি যে মুসলিম, সে কথা তি তিনি ভুলে গিয়েছেন? 

আরও পড়ুন- ‘এটাও কি কুন্তলের টাকায়?’, দুবাইয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ভিডিয়ো দিয়ে চরম ট্রোলড বনি

উরফি

বুধবার রাতে একটি বিলাসবহুল হোটেলে ফ্যাশন অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। কাজের ফাঁকে সাজ দেখানোটাও জরুরি৷ লক্ষ লক্ষ অনুরাগীর কথাও তো ভাবতে হবে তাঁকে! সেই ভেবেই উরফি এসে দাঁড়ালেন কাচের দেওয়ালের সামনে। ফোন তাক করতেই দেখা গেল ধূসর রঙের অসংখ্য স্ফটিকের পাথর দিয়ে তৈরি ভারী পোশাকে সেজেছেন তিনি৷ সেই পোশাক কোমর থেকে পা ছাপিয়ে মেঝেয় লোটাচ্ছে। ঊরু থেকে পায়ের একটা দিক উন্মুক্ত। হাঁটার সময় রীতি মতো টেনে নিয়ে যেতে হচ্ছে সেই পোশাক। আর ঊর্ধ্বাঙ্গে রয়েছে সেই স্ফটিকেরই তৈকি দু’টি কাপে। গলায় বড় বড় স্ফটিকের ভারী নেকলেস। কপালে নিজেরই চুল দিয়ে সাপের মতো নকশা করেছেন। যা দেখে নিন্দুকরা বললেন, ‘‘রমজান মাসেও এই অবস্থা?’’ কিন্তু  সকাল হতেই আরও উন্মুক্ত হলেন উরফি৷ 

ঊর্ধ্বাঙ্গ কিংবা নিম্নাঙ্গে আলাদা করে কোনও পোশাক নেই৷ শুধুই বেজ রঙের অন্তর্বাস৷ যা প্রায় ত্বকের সঙ্গে মিশে রয়েছে৷ তার উপর দিয়েই আপাদমস্তক ঢাতা সবুজ জালে। ভাল করে লক্ষ করলে বোঝা যাবে, সেই জালের আলিঙ্গনে উরফির ত্বকের উপর লাল লাল দাগ বসে গিয়েছে৷ তবুও কোনও পরোয়া নেই! তিনি ফ্যাশন নিয়েই ব্যস্ত৷ তাঁর এই পোশাক নেটপাড়ায় একরাশ উষ্ণতা ছড়িয়েছে৷ 

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *