Aajbikel

‘এটাও কি কুন্তলের টাকায়?’, দুবাইয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ভিডিয়ো দিয়ে চরম ট্রোলড বনি

 | 
বনি

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে বনি সেনগুপ্তের নাম মিলতেই শোরগোল পড়েছিল টলিপাড়ায়৷ ‘কুন্তল ঘোষের টাকায়’ তাঁর গাড়ি কেনার খবর শিরোনাম কাড়ে। তবে ইডির সমন পেয়েই তিনি হাজিরা দেন৷ এমনকী ৪০ লক্ষ টাকাও ইডির দফতরে জমা দিয়ে আসেন৷ কিন্তু এর পরেও যেন স্বস্তি মিলছে না তাঁর। নেট-নাগরিকদের বড় একটা অংশ তাঁর পিছনে পড়েছে। কথায় কথায় তাঁরা অভিনেতাকে নিয়ে ট্রোল করছেন৷ সম্প্রতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটি ভিডিয়ো আপলোড করেছিলেন বনি৷ যা দেখার পর প্রশংসা তো দূর, আরও এক দফা গালমন্দ জুটল তাঁর কপালে!

আরও পড়ুন- আইপিএলের উদ্বোধনী মঞ্চে মেগা শো, দর্শকদের মাতাবেন অরিজিৎ সিং, থাকছেন আর কারা?

দুবাইয়ের আকাশে ওড়ার ওই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করতেই উপচে ওঠে কমেন্ট বক্স। যেখানে সে দেশের বিখ্যাত অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে দেখা যায় বনিকে। বহুতল বিল্ডিংয়ের মাথা থেকে ঝাঁপিয়ে শূন্যে জিপ লাইন ধরে ঝোলার সেই ভিডিয়ো দেখেই তেড়ে এল নেটিজেনরা৷ ওই ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘দুবাই, এমনই এক শহর যেখানে আপনার অলীক স্বপ্নও সত্যি হতে পারে।’

এই ভিডিয়ো দেখার পর একজন ইউজার কমেন্টে লিখলেন, ‘‘এটাও কি কুন্তল ঘোষের টাকায়’’। অপর এক ইউজার কটাক্ষ করে লেখেন, ‘‘ইডি আসবে বলে উড়ে যাচ্ছে।’’ আরেক জনের কথায়, ‘‘টলিউডের লিডিং মোস্ট হিরো আকাশে উড়ছে। ভাবুন কত টপে উনি।’ কেউ আবার বললেন, খুব শীঘ্রই বনি নাকি ‘টম ক্রুজের জনপ্রিয়তাকেও পিছনে ফেলে দেবেন!’’

এখন প্রশ্ন হল বনি কি তাহলে দুবাই? এত বিতর্কের মাঝে অ্যাডভেঞ্চারে মেতেছেন অভিনেতা? খোঁজ নিতেই জানা গেল, দুবাই নয়, কলকাতাতেই আছেন বনি। পুরনো একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন নেটপাড়ায়। তাতেই এত বিতর্ক!

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ - https://www.facebook.com/Aajbikal


আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন

Around The Web

Trending News

You May like