আইপিএলের উদ্বোধনী মঞ্চে মেগা শো, দর্শকদের মাতাবেন অরিজিৎ সিং, থাকছেন আর কারা?

মুম্বই: সদ্য সমাপ্ত হয়েছে মহিলাদের আইপিএল৷ এবার পালা পুরুষদের৷ ২০০৮ সাল থেকেই ভারতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ৷ শুরু থেকেই চোখ ধাঁধানো আয়োজন৷ জাঁকজমক আয়োজনই আইপিএল-এর দস্তুর। তবে ২০১৮ সালে সেই রীতিতে ছেদ পড়ে৷ ২০১৯ সালেও আইপিএল-এ উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। পরের কয়েকটা বছর বাধ সাধে করোনা অতিমারি৷ সেই সব ধাক্কা কাটিয়ে এই বছর ফের রাজকীয় ঢঙে আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ বিশাল জাঁকজমকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করতে মরিয়া কর্তৃপক্ষ। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম মরশুমও ছিল তারকাখচিত৷ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী ও কৃতি শ্যানন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে দুই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়াকে। তবে চলতি বছর আইপিএলের মঞ্চে এই চমকটা নিশ্চিত৷ ব্যাট-বলে ঝড় ওঠার আগে উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক ও শ্রোতাদের মোহিত করবেন বলিউডের পয়লা নম্বর গায়ক অরিজিৎ সিং।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে 'সলমন নাইট', মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা 'ভাইজানের'
আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল-এর উদ্বোধনী আসর। সন্ধে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান৷ সবুজ মাঠে বসবে তারকার হাট৷ রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়ার পাশাপাশি অরিজিৎ সি-এর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। দেশের এমন কোনও প্রান্ত নেই যেখানে তাঁর ভক্ত নেই। মঞ্চে উঠে তিনি যখন গান ধরেন, তখন অন্য এক দুনিয়ায় ভাসিয়ে নিয়ে যান শ্রোতাদের৷ সেই অভিজ্ঞতা কম নয়। আইপিএলের মঞ্চেও সেই মাদকতা তৈরি হবে বলেই আশা আইপিএল কর্তৃপক্ষের।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ - https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন