Aajbikel

‘পাঠান’ ঝড়ে কাবু দেশ, এ বার মধ্যরাতেও ছবি দেখার ব্যবস্থা

 | 
পাঠান

 মুম্বই: ২০২৩-এর শুরুটা বেশ জমজমাট ভাবেই হল বলিউডে৷ ‘পাঠান’-কে কেন্দ্র করে উন্মাদনার নতুন রং দেখল বিটাউন৷ ছবি মুক্তির প্রথম দিনেই ‘পাঠান’-কে কেন্দ্র করে ভক্তদের যে পাগলামো দেখল গোটা দেশ, তাতে এই ছবিকে বছরের প্রথম ব্লকবাস্টার বললে অত্যুক্তি হয় না৷ বরং সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ খান ও দীপিকা পাদুকোন অভিনীত ‘পাঠান’ নিয়ে উত্তেজনা আরও বেড়েই চলেছে৷ অগ্রিম টিকিট বুকিংয়ের সময় দর্শকদের জন্য শুরু হয়েছিল সকাল ৬টা ও ৭টার শো। এ বার সেই দর্শক চাহিদা মেটাতেই মধ্যরাতে শো চালুর চিন্তা-ভাবনা শুরু করল প্রেক্ষাগৃহের মালিকরা৷ 

আরও পড়ুন- 'পাঠান' প্রশংসায় কঙ্গনা, অনুপম! নেটিজেনরা বলছে 'ভূতের মুখে রামনাম'


বুধবার, ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সপ্তাহের মাঝখানে মুভি রিলিজ৷ তাতে কী?কাজ সামলে প্রেক্ষাগৃহের সামলে দলে দলে মানুষের ভিড়৷ চাহিদা এতটাই যে, ছবি মুক্তির তিন আগেই টিকিট প্রায় শেষ৷ যাঁরা টিকিটের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন, তাঁদের কথা ভেবেই এবার রাত সাড়ে ১২টায় ‘পাঠান’-এর শো চালু করার সিদ্ধান্ত নিল ছবির প্রযোজক ‘যশরাজ ফিল্মস’। শুধু বাণিজ্যনগরী মুম্বইয় নয়, গোটা দেশে মধ্যরাতের শো চালুর ব্যবস্থা করল ওয়াইআরএফ।

দীর্ঘ ৪ বছর পর ফের রুপোলি পর্দায় ফিরেছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ছবি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখার পর পর্দার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় গোটা দেশের একাধিক হল মালিক৷ ২৪ জানুয়ারি পর্যন্ত ঠিক ছিল ভারতে মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ প্রদর্শিত হবে। বুধবার প্রথম শোয়ের পর মানুষের উন্মাদনা দেখে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।ফলে সারা দেশে মোট ৫,৫০০টি পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। বিদেশে স্ক্রিন সংখ্যা ২৫০০। বিশ্বজুড়ে মোট ৮০০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘বাদশা’র সাড়া জাগানো এই কামব্যাক ফিল্ম। শুধু তাই নয়,  ‘পাঠান’-এর দৌলতেই ফের তালা খুলছে দেশের বন্ধ হয়ে যাওয়া ২৫টি সিঙ্গল স্ক্রি প্রেক্ষাগৃহের৷ 

Around The Web

Trending News

You May like