Aajbikel

ধর্ম কোনও বাধা নয়, শীজানকে বোঝাতে হিজাব পরতে শুরু করেছিলেন তুনিশা!

 | 
তুনিশা শীজান

 মুম্বই: অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর সঙ্গে উঠেছে ‘লাভ জিহাদ’— এর দাবি৷ প্রথম থেকেই এই ঘটনাকে  ১০০ শতাংশ লাভ জিহাদ বলে দাবি করে এসেছেন প্রয়াত অভিনেত্রীর কাকা পবন শর্মা। বুধবার তাঁর কথায় উঠে এল আরও এক চমকপ্রদ তথ্য। এদিন পবন জানান, শীজান খানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে নাকি হিজাব পরতে শুরু করেছিলেন তুনিশা। শীজান ছিলেন তাঁর সহ-অভিনেতা৷ তাঁদের সম্পর্কের মাঝে ধর্ম যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারে, তার জন্য সব রকম পদক্ষেপ করতে মরিয়া হয়ে উঠেছিলেন অভিনেত্রী। ভাইঝির মধ্যে সেই পরিবর্তন লক্ষ করেছিলেন কাকা। তবে পবনও দাবি করেছেন, তুনিশা ছাড়াও আরও অনেক মহিলার সঙ্গেই সম্পর্ক ছিল শীজানের। তুনিশার এক বান্ধবী রায়া লাবিবও দাবি করেছেন,  একাধিক নারী সঙ্গ ছিল শীজানের৷ একসঙ্গে ৬ থেকে দশ জন নারীর সঙ্গে সম্পর্কে থাকতেন তিনি। যৌন ক্ষুধা মেটাতেই মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন৷  

আরও পড়ুন- পুলিশি জেরায় কান্নায় ভেঙে পড়লেন তুনিশার প্রেমিক শীজান, ফের বয়ানে বদল!

তুনিশার মৃত্যুর পর শীজানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর মা৷ তাঁর ভিত্তিতেই গ্রেফতার হন শীজান৷ মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হয়। বর্তমানে শীজানকে জেরা করছে পুলিশ। শুরুতে মুখ না খুললেও, বুধবার রাত থেকে অল্প অল্প করে জবাব দিতে শুরু করেছেন অভিনেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মনে করা হচ্ছে, সমস্যা কোনও একটি ছিল না, ছিল একাধিক এবং জটিল। কেন তুনিশার সঙ্গে ব্রেক আপ করেছিলেন? জবাবে প্রতি বারই বয়ান বদল করেছেন শীজান।

 শীজানের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিনের মাথায় শুটিং সেটে ওয়াশরুমে গিয়ে আত্মহত্যা করেন অভিনেত্রী। যদিও তুনিশার মৃত্যুতে খুনের অভিযোগ এনেছে তাঁর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই শীজানকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেট থেকে উদ্ধার হয় তুনিশার ঝুলন্ত দেহ৷ শুটিংয়ের বিরতির সময় বাথরুমে ঢুকে চরম পদক্ষেপ করেন অভিনেত্রী৷ 

Around The Web

Trending News

You May like