Aajbikel

পুলিশি জেরায় কান্নায় ভেঙে পড়লেন তুনিশার প্রেমিক শীজান, ফের বয়ানে বদল!

 | 
তুনিশা শিজান

মুম্বই: হিন্দি টেলি পর্দার নায়িকা তুনিশার মৃত্যু ঘিরে ক্রমেই ঘনীভূত রহস্য৷ পুলিশি জেরার মুখে পড়ে প্রতিনিয়ত বয়ান বদল করে চলেছেন প্রয়াত অভিনেত্রীর প্রেমিক শীজান খান। তুনিশার মৃত্যুর পর তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শীজান খানকে৷ শুরুতে একেবারেই নীরব ছিলেন তিনি। কোনও প্রশ্নের জবাব দিতে চাননি। সেই সময় পুলিশ জানিয়েছিল, শীজানের ভাবভঙ্গি এমনই যে কথা বার করার উপায় মিলছে না। পরে অবশ্য মুখ খোলেন তিনি৷ শীজান জানান, তাঁদের ধর্ম আলাদা ছিল, পরিবার মেনে নেবে না জেনেই সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন। তিনি এও জানান, সম্প্রতি শ্রদ্ধা ওয়াকারের মৃত্যুর ঘটনা তাঁকে নাড়া দিয়েছিল। কিন্তু বুধবার শেষ রাতে এক মহিলা পুলিশ অফিসার শীজানকে জেরা শুরু করেন৷ তখনই ভেঙে পড়েন অভিনেতা। অফিসার তাঁর কাছ থেকে জানতে চেয়েছিলেন, কেন তিনি তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন? প্রচণ্ড মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ১৫ দিনের মাথায় আত্মঘাতী হন অভিনেত্রী৷

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সামনে 'গেরুয়া' গাওয়াতেই কি বাতিল কনসার্ট? ইকো পার্কে অরিজিৎ-এর কনসার্টে 'না'

পুলিশ সূত্রে খবর, ব্রেক আপ নিয়ে প্রশ্নের মুখে শেষ রাতে নতুন কথা বলেছেন শীজান। তাঁর দাবি, তুনিশার সঙ্গে তাঁর বয়সের ফারাক অনেকটাই ছিল। সেটা পরিবার মেনে নিত না। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন শীজান। শুধু তাই নয়, ক্রমে তাঁর কান্নার বেগ বাড়তেও থাকে।

তুনিশা মৃত্যু মামলা এখন আদালতের বিচারাধীন। এই প্রসঙ্গে বহু তারকাই মুখ খুলেছে। পরিচালক আব্বাস বলেন, “মাত্র ২০ বছর বয়সে এমন করুন পরিণতি! ভাবতেই খারাপ লাগছে। এই পদক্ষেপ করার আগে একবারও নিজের মা-বাবা, পরিবারের কথা ভাবল না ও। বর্তমান প্রজন্ম ভবিষ্যতের কথা না ভেবেই এমন পদক্ষেপ করে, যা আমরা কখনও স্বপ্নেও ভাবতে পারি না। আমাদের পরিচালিত ছবিতে তুনিশা কাজ করেছে। ভাবতে পারছি না ও আর নেই।”

গত ২৪ ডিসেম্বর শুটিং চলার মাঝেই সিরিয়ালের সেটে ওয়াশরুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। শুটিংয়ের বিরতির মাঝেই ওয়াশরুমে  ঢুকে চরম পদক্ষেপটি করেন অভিনেত্রী৷ 

Around The Web

Trending News

You May like