শেষ ফাল্গুনী গরমে ‘আসল রং’ দেখালেন খোলামেলা শ্রীলেখা! নীতিপুলিশদের সবক

শেষ ফাল্গুনী গরমে ‘আসল রং’ দেখালেন খোলামেলা শ্রীলেখা! নীতিপুলিশদের সবক

কলকাতা: টলিউডে তিনি বরাবরই পরিচিত ঠোঁট কাটা হিসাবে৷ দীর্ঘ অভিনয় জীবনে বারে বারে তিনি উঠে এসেছেন বিতর্কের শিরোনামে৷ আবার কখনও চুলে লাল রং করে পৌঁছে গিয়েছে বাম শিবিরে৷ তিনি মানেই নতুন উদ্বেগ৷ তিনি হলেন শ্রীলেখা মিত্র৷ 

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ফাঁস জাহ্নবীর পোশাক বদলানোর ছবি!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় টলি পাড়ায় নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন তিনি৷ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন টলিউডের প্রথম সারি নায়ক-নায়িকার বিরুদ্ধে৷ তবে শুধু সিনেমা জগত নয়৷ রাজনীতির দুনিয়াতেও তাঁর অবাধ বিচরণ৷ তিনি বরাবরই বাম সমর্থক৷ সক্রিয় রাজনীতি না করলেও বামেদের প্রতি খোলাখুলি সমর্থন জানিয়ে এসেছেন৷ কিছু দিন আগে সায়নী ঘোষ যখন মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূল শিবিরে যোগদান করলেন, সেই সময়েও তিনি সায়নীকে খোঁচা দিয়ে পোস্ট করেছিলেন৷ লিখেছিলেন, ‘তুইও বিক্রি হয়ে গেলি?’ এবার আরও একবার চমকে দিলেন শ্রীলেখা৷ পোস্ট করলেন তাঁর হট ছবি৷ যেখানে ফুটে উঠেছে তাঁর ক্লিভেজ৷ 

এর আগেও খোলামেলা পোশাক পড়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন শ্রীলেখা৷ লেগেছিল অশালীনতার তকমা৷ তবে সেই সব মন্তব্য ফুৎকারেই উড়িয়ে দিয়েছেন তিনি৷ আর এবার উষ্ণতা ছড়িয়ে শ্রীলেখাকে দেখা গেল সাদা ডিপ নেট টপে৷ যার ফাঁক দিয়ে উঠে এল ক্লিভেজ৷ সঙ্গে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক৷ এই ছবি পোস্ট করতেই ভাইরাল৷ সেই সঙ্গে শ্রীলেখার বার্তা, ‘‘এটাই আমার আসল রং৷ আরও শুনুন, গরমে আমি এই রকম খোলামেলা পোশাকই পরি৷তাই নীতি পুলিশগিরি ফলানোর মনোভাব শিকল দিয়ে বেঁধে রাখুন৷’’

আরও পড়ুন- “পাকিস্তানেও হবে বিজেপি সরকার”! ফের বেফাঁস কঙ্গনা

এর আগে নীল ট্যাঙ্ক টপ পরে ছবি আপলোড করেছিলেন শ্রীলেখা৷ সেই সময় খোঁচা দিয়ে লিখেছিলেন, ‘‘আমার চোখে হারিয়ে যান৷ ক্লিভেজ পড়ে দেখবেন৷’’ আরও একবার বোল্ড অবতারে ধরা দিলেন তিনি৷ তাঁর সমর্থনে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন মেয়েরা৷ তবে অনেক সময় ধেয়ে এসেছে কুমন্তব্যও৷ তবে শ্রীলেখা বাঁচেন তাঁর নিজের শর্তে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =