দুই ননদকে সঙ্গে নিয়ে বিয়ের খাটে উদ্দাম নাচ তৃণার, দেখুন ভিডিয়ো

দুই ননদকে সঙ্গে নিয়ে বিয়ের খাটে উদ্দাম নাচ তৃণার, দেখুন ভিডিয়ো

কলকাতা:  এক মাস আগেই সাত পাকে বাধা পড়েছিলেন তিনি৷ পরিণতি পেয়েছিল তাঁদের ১০ বছরের প্রেম৷ জাঁকজমক ভাবেই বসেছিল নীল ও তৃণার বিয়ের আসর৷ টলি পাড়া তো বটেই, তাঁর অগণিত ভক্তদের চোখ আটকে ছিল এই লাভ বার্ডসের উপর৷ এবার সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিয়ো শেয়ার করলেন তৃণা৷ পোস্ট হতেই যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়৷ 

আরও পড়ুন-  শিক্ষামন্ত্রীর মেয়ে নাকি বলিউডে পা রাখছেন? পোস্ট ঘিরে জল্পনা!

এই নয়া ভিডিয়োতে অন স্ক্রিন দুই ননদকে সঙ্গে নিয়ে একটি জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচতে দেখা গেল তৃণাকে৷ সম্প্রতি খরকুটো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণা৷ তাঁর চরিত্রের নাম গুনগুন৷ এই ধারাবাহিকে তাঁর দুই ননদের নাম সোনাল (সাজি) এবং প্রিয়াঙ্কা মিত্র (চিনি)৷ তাঁদের নিয়েই ধামাল করলেন তৃণা৷ ভিডিওতে দেখা গিয়েছে গুনগুন সৌজন্যের বিয়ের খাটে বসে নেচে চলেছেন৷ ‘দারু দেশি’ গানের সঙ্গে তুমুল নাচতে শুরু করে দেন তৃণা৷ তাঁর উন্মাদনার কথা অবশ্য কাররই অজানা নয়৷ অত্যন্ত প্রণোচ্ছ্বল তৃণা৷ সব কিছুতেই উন্মাদনা তাঁর৷ হুই হুল্লোড় করাতে তাঁর জুড়ি মেলা ভার৷ তারই এক ঝলক দেখা গেল এই ভিডিওটিতে৷ 

আরও পড়ুন- শেষ ফাল্গুনী গরমে ‘আসল রং’ দেখালেন খোলামেলা শ্রীলেখা! নীতিপুলিশদের সবক

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি নীলের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ ৬ তারিখ ঘরোয়া বউ ভাতের অনুষ্ঠানের পর ১৪ তারিখ হয় গ্র্যান্ড রিসেপশন৷ বাইপাস সংলগ্ন পিসি চন্দ্র গার্ডেন্সে হয় তাঁদের পার্টি৷ এখন নীলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি৷ তাঁদের কেমিস্ট্রিতে মজে দর্শককুলও৷ তবে ঘরে সবখানেই সমান ছটপটে তিনি৷ সেটেও হাসি মসকরার মধ্যেই থাকেন তৃণা৷ তার প্রমাণ বারেবারেই পেয়েছেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার্সরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 9 =