Aajbikel

হঠাৎই স্ট্রোক, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালের ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

 | 
ঐন্দ্রিলা

কলকাতা:  মারন ক্যানসারকে হারিয়ে ফের ফিরবেন অভিনয় জগতে৷ কথা দিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তেমনটা করেওছিলেন৷ কিন্তু নিমেষে ওলটপালট হিসাব৷ মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ মাথায় রক্ত জমাট বেঁধে যায়। আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলশনে রয়েছেন ঐন্দ্রিলা৷ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি কোমায় রয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর৷ 

ক্যানসারকে হারিয়ে জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-র হাত ধরে ফিরেছিলেন পর্দায়৷ অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন- প্রেমিকার জন্মদিনে হৃত্বিকের আদুরে পোস্ট, মন ছুল নেটিজেনদের

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ঐন্দ্রিলা। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সব সময় তাঁর পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী৷  ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। চলতি মাসে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর৷ সে জন্য শুটিং থেকে ছুটিও নিয়েছিলেন। কিন্তু আচমকাই মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল সূত্রে খবর, বুধবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ৪৮ ঘণ্টা না কাটা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়৷  আপাতত তাঁর শরীরের এক দিক সম্পূর্ণ অসাড়। বাঁ হাত সামান্য নড়ছে। শুধু চোখ নড়ছে ঐন্দ্রিলার৷ 

Around The Web

Trending News

You May like