‘মুক্ত কামই আমার অফুরান এনার্জির রহস্য’, জন্মদিনে অকপট কবীর সুমন

‘মুক্ত কামই আমার অফুরান এনার্জির রহস্য’, জন্মদিনে অকপট কবীর সুমন

কলকাতা: আধুনিক গানের প্রসঙ্গ উঠলেই মনে পড়ে যায় কবীর সুমনের নাম৷ যাঁর গানে তিলোত্তমা ধরা পড়েছিল অন্য রূপে৷ আজ ৭৫-এ পা রাখলেন শিল্পী৷ তিনি যতটা সুরে, ততটাই বিতর্কে৷ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বিতর্কে নাম জড়িয়েছে কবীরের৷ তবে তিনি বাঁচেন তাঁর নিজের শর্তে৷ ৭৫-এ এসেও তিনি একই রকম চনমনে৷ এর রহস্যটা কী? 

আরও পড়ুন- বাড়ি বাড়ি ঘর মুছতেন, সেই তরুণীই এখন বহু পুরুষের হৃদয়ের রানি! চেনেন তাঁকে?

প্রথম সারির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক জানান, তাঁর অফুরন্ত অনার্জির পিছনে রয়েছে মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই শেষ কথা। তাঁর বয়স হয়েছে। রাতে তাঁর ভাল ঘুম হয় না। কিন্তু এখনও তিনি বিছানায় চূড়ান্ত ভাবে সক্ষম। তাঁর কথায়, নারীরাই তাঁকে সমৃদ্ধ করেছেন। নতুন নতুন ধারণার আবিষ্কার আর প্রেমই তাঁর এনার্জির রহস্য। কবীর সুমন আরও বলেন, আঁতলামি নয়, শরীর দিয়ে প্রেম করতে হবে৷ ভালবাসা দিয়ে এবং সম্মান দিয়ে প্রেম করতে হবে। এর পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ এবং খেয়ালই তাঁর বেঁচে থাকার রসদ৷ 

এই জন্মদিনে নিজের এক অধরা স্বপ্নের কথাও বলেছেন শিল্পী৷ তিনি জানান, সিনেমা তৈরি করার স্বপ্ন ছিল তাঁর। একটা সময় সিরিয়াসলি সিনেমার চর্চাও করেছেন। বাংলাদেশে একটা টেলিফিল্ম করেছিলেন। তাঁর আশা, হয়তো ফের কোনও দিন ছবি করবেন। এর পাশাপাশি নৃত্যনাট্য নিয়েও কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর৷ 

কবীর সুমনের গানে কলকাতার কথা আসবে না, তা প্রায় বিরল৷ তাঁর গান নিয়ে কথা বলতে গেলে ‘তোমাকে চাই’ –এর কথা বলতেই হয়৷ এই গানের দ্বিতীয় স্তবকেই রয়েছে তিলোত্তমার কথা৷ এই শহরের সবকিছু হয়তো সঠিক নয়৷ তবুও তাঁর গানে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে শহর কলকাতা৷