Aajbikel

বাড়ি বাড়ি ঘর মুছতেন, সেই তরুণীই এখন বহু পুরুষের হৃদয়ের রানি! চেনেন তাঁকে?

 | 
মায়রা লোপেজ

ব্রাসিলিয়া: কখন, কী ভাবে, কার ভাগ্যের চাকা ঘোরে, তা কেউ বলতে পারে না৷ কেউ রাজা থেকে ফকির হন, কেউ ফকির থেকে রাজা৷ তবে ছোট থেকে বড় হতে গেলে ভাগ্যের জোর যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন পরিশ্রম৷ তেমনই এক মেয়ের কথা বলব আজ৷ অতি সাধারণ থেকে রাতারাতি ‘বড়দের’ পত্রিকার ‘কভার গার্ল হয়ে ওঠা সেই মেয়ের গল্পটিও কম অবাক করা নয়।

আরও পড়ুন- ‘মৃত্যু বার্ষিকীতে দই মাছ-মটন কষা করো’, স্ত্রীকে নাকি স্বপ্নাদেশ প্রয়াত অভিষেকের!


মায়রা লোপসে। ব্রাজিলিং এই তরুণী মডেলিং শুরু করার আগে শহরের উচ্চবিত্তদের বাড়িতে ঘর মোছার কাজ করতেন৷ কিন্তু, এতে যা রোগজার হত, তা নিয়ে একেবারেই খুশি ছিলেন না মায়রা৷ নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবে ভাল কাজের খোঁজ করতে শুরু করেন৷

মায়রা


২০১৩ সালে বাবাকে হারান তিনি৷ এর পর ছেলেকে নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মায়রা। বাড়ি বাড়ি ঘর মোছার কাজ করে দৈনিক আয় হত ৬০ ডলার৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০০ টাকা৷ কিন্তু, অপরের বাড়িতে ঘর মোছার চাকরিটি তাঁর কাছে মোটেই সম্মানের ছিল না। এক সাক্ষাৎকারে মায়রা বলেন, ‘‘ছোট থেকেই ‘প্লে বয়’ পত্রিকার প্রতি ঝোঁক বা আগ্রহ ছিল আমার। তবে সেই পত্রিকার কভার গার্ল হতে পারব,  এটা কোনও দিন স্বপ্নেও ভাবতে পারিনি। একটা সময়ে হতাশার মধ্যে ডুবে গিয়েছিলাম৷ কিন্তু, আমার কাঁধে আমার সন্তান এবং মায়ের দায়িত্ব ছিল৷ মা আর সন্তানের কথা ভেবেই আমি কন্টেট ক্রিয়েটর হওয়ার সিদ্ধান্ত নিই। বড়দের জন্য ভিডিয়ো করলে অধিক রোজগারের সুযোগ হবে৷ সেটা ধরে নিয়েই এই পথে হাঁটি। আট বছর ধরে অনেক পরিশ্রমের পর ফল পেলাম।’’ 

মায়রা

জীবনের এই নাটকীয় মোড় কি মায়রার যৌনজীবনেও পরিবর্তন এনেছে? এই প্রশ্নে মায়রার সপাটে জবাব, ‘‘কাজের সূত্রে বহু পুরুষের সঙ্গে সঙ্গম করেছি! তবে মনের মতো কাউকে খুঁজে পাইনি। ‘প্লে বয়’-তে ছবি বেরোনোর পর রাতারাতি আমার চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। আশা করছি এ বার মনের মতো সঙ্গীকেও খুঁজে পাব।’’ 

প্রসঙ্গত, ৩৫ বছরের সিঙ্গল মাদার ও মডেল মায়রার ফুটবলের প্রতিও দারুণ ঝোঁক। কাতার বিশ্বকাপ চলার সময় উৎসাহের বশেই এক বিস্ফোরক ঘোষণা করে বসেছিলেন তিনি৷ যা শুনে চোখ কপালে উঠেছিল বিশ্ববাসীর৷ তিনি বলেছিলেন, ব্রাজিল বিশ্বকাপ ঘরে আনতে পারলে ক্যামেরার সামনে নগ্ন হবেন৷ এবং সেই নগ্ন ছহি তিনি বিনা মূল্যে বিলি করবেন ফুটবল সমর্থকদের মধ্যে৷ 


 

 

Around The Web

Trending News

You May like