Aajbikel

কী অসভ্য, বেয়াদপ বাচ্চা! তৈমুরের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

 | 
তৈমুর

মুম্বই: তাঁর বয়স মাত্র পাঁচ৷ কিন্তু জন্মের পর থেকেই তিনি ‘সেলিব্রিটি’৷ বি-টাউনের সবচেয়ে চর্চিত শিশুর নাম তৈমুর আলি খান৷  সইফ আলি খান ও করিনা কপুরের বড় ছেলে৷ জন্মের পর থেকেই সে সংবাদমাধ্যমের পাদপ্রদীপের নীচে৷ তাকে দেখলেই ছুটে আসেন পাপারাৎজিরা৷ এই খুদে বয়সেই তার ভক্ত সংখ্যা আকাশ ছোঁয়া৷ অনুরাগীদের ভালোবাসার পাহাড়ে চড়ে বসেছে সে৷ আর এই ভালোবাসাতেই নাকি অত্যন্ত ‘দুষ্টু’ হয়ে উঠেছে তৈমুর৷ 

আরও পড়ুন- অনিল আম্বানির বাড়িতে রাঁধুনির কাজ করতেন এই হট বলি ডিভা! চেনেন তাঁকে?


শনিবার ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বেড়িয়েছিলেন করিনা৷ মা-ছেলেকে একসঙ্গে পেয়েই ঝলসে ওঠে পাপারাৎজিদের ক্যামেরা৷ এই সুযোগ কী আর কেই হাতছাড়া করে? কিন্তু শাটারবাগদের কাজে বাধ সাধল খুদে তৈমুর৷ বাড়ির বাড়ির উপস্থিত ক্যামেরাম্যানদের উদ্দেশ সে বলে ওঠে, ‘‘এ সব বন্ধ করো, বন্ধ করো!’’ খুদের মুখে এমন কথা শুনে হকচকিয়ে যান চিত্রগ্রাহকরাও৷ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের রোষানলে পড়ে তৈমুর৷ কেউ বললেন, ‘বেয়াদপ বাচ্চা’৷ কেউ আবার বললেন, ‘অসভ্য’৷ 


উল্লেখ্য, এই ভিডিয়োতে সইফ-করিনার ছোট ছেলে জাহাঙ্গিরকেও দেখা গিয়েছে৷ নিজের মনে গাড়িতে চেপে খেলছিল সে৷ খেলা নিয়েই মশগুল জাহাঙ্গীর৷ তবে জাহাঙ্গীরের চেয়ে অনেক বেশি স্পটলাইট কেড়ে নেয় তৈমুরই৷ 

Around The Web

Trending News

You May like