Aajbikel

অনিল আম্বানির বাড়িতে রাঁধুনির কাজ করতেন এই হট বলি ডিভা! চেনেন তাঁকে?

 | 
অনিল আম্বানি

মুম্বই: রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ পুরনো৷ এক সময় প্রাক্তন বিশ্বসুন্দরীদের সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্ক ছিল৷ এর পর পরিবারের আপত্তি উপেক্ষা করেই গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে৷ কিন্তু জানেন কি বলিউডের এই নায়িকা এক সময় কাজ করতেন অনিল আম্বানীর বাড়িতে? 

আরও পড়ুন- কালো ব্রা-এর মধ্যে উঁকি দিচ্ছে স্তনের একাংশ, বুকের খাঁজে ঝড় নেটপাড়ায়


বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নাম আসে অনিলের নাম৷ বলিউডের অনেক ব্যক্তিত্বের সঙ্গেই তাঁর ওঠা বসা৷ কিন্তু, অনেকেই জানেন না অনিল আম্বানির বাড়িতে কাজ করা এই মেয়েই আজ সুপার হট অভিনেত্রী৷ কারণ জীবনের শুরুটা তিনি করেছিলেন স্ট্রাগল করেই৷ আম্বানির বাড়িতে এক সময় রান্নার কাজ করতেন তিনি৷ অনিল আম্বানি আর টিনা মুনিমের বিয়ের সময় তাঁর বয়স মাত্র ১০৷ সেই সময় ৫০ টাকার বিনিময়ে খাবার পরিবেশন করেছিলেন এই বলিউড ডিভা৷ তিনি এখন পরিচিত ‘ড্রামা কুইন’ নামে৷ বুঝতে পারছেন তো কার কথা বলছি৷ তিনি আর কেউ নন, রাখী সাওয়ান্ত৷ 

রাখী


অভিনয়ের পাশাপাশি বহুবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন রাখী। রিতেশের সঙ্গে বিয়ের পর দীপক কালালের সঙ্গে ফুলশয্যার কথা ঘোষণা করে সমালোচনার ঝড় তোলেন তিনি। তবে রাখির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে বিগ বসের দৌলতে৷ শুধু বলিউড নয়, তেলেগু, মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন রাখী। শাহরুখ খানের ‘ম্যায় হু না’ ছবির আইটেম ড্যান্সের জন্য আজও বিখ্যাত রাখি। তাঁর অনন্য চরিত্রে তিনি আজও  কন্ট্রোভার্শিয়াল ক্যুইন। 

Around The Web

Trending News

You May like