আর একটু হলেই দেখা যাচ্ছিল ‘গোপানাঙ্গ’, খুব জোড় সামলালেন সুস্মিতা

আর একটু হলেই দেখা যাচ্ছিল ‘গোপানাঙ্গ’, খুব জোড় সামলালেন সুস্মিতা

মুম্বই:  বলিউডে পোশাক বিভ্রাট নতুন বিষয় নয়৷ বিভিন্ন সময় পোশাক নিয়ে অপ্রস্তুতে পড়েছেন তারকারা৷ পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে নায়িকাদের আপত্তিকর দৃশ্য৷ এবার পোজ দিতে গিয়ে আচমকাই বিপাকে পড়ছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন৷ বেরিয়ে আসছিল তাঁর গোপনাঙ্গ৷ অল্পের জন্য লজ্জার হাত থেকে বাঁচলেন তিনি৷ কিন্তু কী ভাবে নিজের লজ্জা বাঁচালেন সুস্মিতা? 

আরও পড়ুন- আরিয়ান না ফেরা পর্যন্ত ক্ষির হবে না ‘মন্নত’-এ, ধনুকভাঙা পণ গৌরীর

সুস্মিতা

চিত্রনাট্যের মতোই রঙিন সুস্মিতার জীবন৷ তবে তিনি বাঁচেন তাঁর নিজের শর্তে৷ সেসুলয়েড থেকে বেশ কয়েক বছর ধরেই নিজেকে সরিয়ে রেখেছেন বঙ্গ তনয়া৷ কিন্তু হামশাই চর্চায় থেকেছে তাঁর ব্যক্তিগত জীবন৷ নিজের চেয়ে বয়সে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি৷ লিভইন সম্পর্কে রয়েছেন তাঁরা৷ দুই মেয়ে আর বয়ফ্রেন্ডের সঙ্গে এক ছাদের নীচেই থাকেন সুস্মিতা৷ তবে নিজের সম্পর্ক নিয়ে কখনই কোনও রাকঢাক করেননি প্রাক্তন মিস ইউনিভার্স৷ 

সুস্মিতা

শুধু তাই নয় বলিউডে মাতৃশক্তির এক প্রকৃষ্ট উদাহরণ তিনি৷ মাত্র ২৬ বছর বয়সে সন্তান দত্তক নিয়ে সিঙ্গের মাদার হওয়ার সাহস দেখিয়েছিলেন সুস্মিতা সেন৷ কিন্তু এদিন ক্যামেরায় পোজ দিতে গিয়েই ঘটছিল বিপত্তি৷ আচমকাই পড়ে যাচ্ছিলেন তিনি৷ একটি জুয়েলারি শপের বাইরে ঘটনাটি ঘটে৷ আর একটু হলেই বেরিয়ে আসত তাঁর গোপনাঙ্গ৷ কিন্তু কোনও ভাবে নিজেকে সামলে নেন অভিনেত্রী৷ সামলান নিজের পোশাক৷ কিন্তু ততক্ষণে সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়৷ মুহূর্তে ভিডিয়ো ভাইরালও হয়ে যায়৷ 

সুস্মিতা

এই ভিডিওটিতে একটি সাদা গাউনে দেখা যায় সুস্মিতাকে৷ পায়ে লম্বা হিল আর খোলা চুলে লাস্যময়ী রূপে ধরা দেন প্রাক্তন মিস ইউনিভার্স। এদিকে পড়ে যাওয়ার সময়েই সুস্মিতা বলে ওঠেন, ‘বাপ রে, এক্ষুণি পড়ে যেতাম’। এরপরেই কোনও মতে সিঁড়ির উপর উঠে নিজেকে সামলে নেন অভিনেত্রী।  

সুস্মিতা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + ten =