আরিয়ান না ফেরা পর্যন্ত ক্ষির হবে না ‘মন্নত’-এ, ধনুকভাঙা পণ গৌরীর

আরিয়ান না ফেরা পর্যন্ত ক্ষির হবে না ‘মন্নত’-এ, ধনুকভাঙা পণ গৌরীর

মুম্বই: মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্রের ঠিকানা এখন আর্থার রোড জেল৷ দু’সপ্তাহ হতে চলল, এখনও জামিন পাননি তিনি৷ ক্ষোভে আইনজীবী বদলে ফেলেছেন কিং খান৷ কিন্তু তাও সুরাহা হয়নি৷ আগামীকাল ২০ অক্টোবর ফের আরিয়ানের জামিনের শুনানি রয়েছে৷ ছেলের মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ খান ও গৌরী খান৷ তাঁদের পণ, ছেলে বাড়ি ফিরলে তবেই হবে দীপাবলির উদযাপন৷

আরও পড়ুন- জেলের খাবার মুখে তুলছেন না, আরিয়ানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে জেল কর্তৃপক্ষ

আদালতে আরিয়ান যে সকল যুক্তি খাড়া করেছে, তার কোনওটাই ধোপে টেকেনি৷ সেখানে অনেক বেশি জোড়াল ছিল এনসিবি’র যুক্তি৷ এদিকে ছেলের জন্য নবরাত্রিতে উপবাস করেছেন গৌরী৷ এবার তাঁর পণ ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত কোনও রকম মিষ্টি তৈরি করবেন না তিনি৷ ‘মন্নত’ এর কর্মীদের সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে৷ খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, মধ্যাহ্নভোজের জন্য ক্ষীর রান্না করছিলেন এক কর্মী৷ তা দেখা মাত্রই তাঁকে বারণ করেন গৌরী। তার পরেই তিনি জানিয়ে দেন, আরিয়ান না ফেরা পর্যন্ত বাড়িতে কোনও মিষ্টি তৈরি করা হবে না।  

আরিয়ান

করোনা পরিস্থিতিতে জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করতে পারেননি শাহরুখ-গৌরী৷ ভিডিয়ো কলেই কথা হয়েছে ছেলের সঙ্গে৷ বাবা-মা’কে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন আরিয়ান৷ এদিকে, ছেলের গ্রেফতারির পর থেকে হতাশা গ্রাস করেছে  গৌরীকে। সব কাজ স্থগিত করে দিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, বিশেষ ধার্মিক না হলেও দিনে একবার বিশেষ সময়ে ঈশ্বরের কাছে ছেলের জন্য প্রার্থনা করছেন তিনি। 

গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজে রেভ পার্টি থেকে আটক করা হয় আরিয়ান ও তাঁর সঙ্গীদের৷ টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ আগামীকাল আরিয়ান জামিন পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দীপাবলির আগে ছেলেকে ঘরে ফিরে পেতে মরিয়া শাহরুখ-গৌরী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + twelve =