Aajbikel

‘দুগ্গা দুগ্গা’ বলে ১৫ বছরের ছোট রোহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা সুস্মিতার

 | 
সুস্মিতা রোহমান

মুম্বই: সম্পর্ক ভাঙার গুঞ্জন আগেই শোনা গিয়েছিল৷ এবার তাতে সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী৷ রোহমান শলের সঙ্গে তিন বছরের সম্পর্কে ইতি টানলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন৷ তাঁরা যে আর প্রেমিক-প্রেমিকা নন, শুধুই বন্ধু, দুগ্গাদুগ্গা করে তা সাফ জানিয়ে দিলেন বঙ্গ ললনা৷ 

আরও পড়ুন- বলিপড়ায় তিন বিবাহিত পুরুষের দিকে নজর সারার! জানেন তাঁরা কারা?


ইনস্টাগ্রামে নিজেদের হাসিমুখের একটি পুরনো ছবি পোস্ট করে সুস্মিতা৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমরা বন্ধু হিসাবে শুরু করেছিলাম৷ বন্ধুই থাকব। সম্পর্ক তো অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। শুধু প্রেম রয়ে গিয়েছে।’ শেষে অনুরাগীদের উদ্দেশে ভালবাসা জানিয়ে ‘দুগ্গা দুগ্গা’ ধ্বনি তুলেছেন বঙ্গতনয়া।’’


২০১৮ সাল থেকে সম্পর্কে ছিলেন সুস্মিতা ও রোহমান। সুস্মিতার দুই মেয়ে রিনি এবং আলিশার সঙ্গেও রোহমানের সুসম্পর্ক ছিল৷ সেই প্রতিচ্ছবি বারবারই ধরা পড়েছে ইনস্টাগ্রামে৷ মাস কয়েক আগে হুগলির কোন্নগরে নিজের এক আত্মীয়ের বিয়েতে এসেছিলেন সুস্মিতা৷ সেই সময়েও তাঁর সঙ্গে ছিলেন রোহমান৷ এমনতী তাঁদের বিয়ে নিয়েও বেশ গুঞ্ন ছড়িয়েছিল৷ 


বলে রাখা ভাল, সুস্মিতার চেয়ে ১৫ বছরের ছোট রোহমান৷ ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথম পরিচয় হয় দু’জনার। নিজের ইনবক্সে রোহমানের একটি মেসেজ দেখতে পান সুস্মিতা। জবাবও দেন৷ আর সেই থেকেই দু’জনের আলাপ, বন্ধুত্ব। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক প্রেমের রূপ নেয়৷ দেখতে দেখতে এক সময় সুস্মিতার পরিবারের সদস্য হয়ে যান রোহমান। দুই মেয়ে ও রোহমানকে নিয়ে বেশ ভালই ছিলেন অভিনেত্রী৷ কিন্তু কী ভাবে ফাটল ধরল তাঁদের এই প্রেমের সম্পর্কে? উত্তর এখনও অজানা তাঁর অনুরাগীদের৷

Around The Web

Trending News

You May like