Aajbikel

বলিপড়ায় তিন বিবাহিত পুরুষের দিকে নজর সারার! জানেন তাঁরা কারা?

 | 
সারা
 

মুম্বই:  সারা আলি খান৷ হট অ্যান্ড বোল্ড বিউটতে লাখো দর্শকের মন ছুঁয়েছেন সইফ কন্যা৷ বলিউডে পা দেওয়ার পর থেকেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি৷ এক সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর৷ কান পাতলে শোনা যায়, সুশান্তের সঙ্গে নাকি ইউরোপ ট্যুরেও গিয়েছিলেন সইফ-কন্যা৷ এর পর কার্তিক আরিয়ানের সঙ্গেও তাঁর নাম জড়ায়৷ তবে কারও সঙ্গেই সম্পর্ক থিতু হয়নি সারার৷   

আরও পড়ুন- বিকিনিতে উন্মুক্ত উরু, রণবীরের বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ দীপিকা! ফাঁস হল ছবি

সারা


আপাতত সইফ-কন্যা ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবি আতরঙ্গী রে-এর প্রোমোশনের কাজে৷ আর সেই কাজে গিয়েই নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে৷ এরই মধ্যে তাঁকে একটি ইন্টারেস্টিং প্রশ্ন করে বসেন করণ জোহর৷ তিনি সারার কাছে জানতে চান, তাঁর সয়ম্বর হলে কোন কোন তারকাকে সেখানে উপস্থিত দেখতে চান? জবাব দিতে একদমই সময় নেননি সারা৷ ঝট করে বলেন, ভিকি কৌশল, রণবীর সিং এবং বরুণ ধাওয়ান!


প্রসঙ্গত, এই তিন তারকাই বিবাহিত৷ সুখেই সংসার করছেন তাঁরা৷ ফলে এই তিনজনের মধ্যে কারও গলাতেই যে তিনি মালা দিতে পারবেন না তা প্রায় নিশ্চিত৷ তাই জবাব শুনেই সারাকে সাবধান করলেন করণ৷ বললেন, তাঁদের স্ত্রীরা কিন্তু সবটা শুনছেন৷ কিন্তু সারা বরাবরই বোল্ড এবং ভাইব্রেন্ট৷ তাঁর উপস্থিতি পর্দায় রীতিমতো ঝড় তোলে৷ সাবলীল অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ তিনি৷ আতরঙ্গী রে-তেও তাঁর ব্যতিক্রম হয়নি৷ 

Around The Web

Trending News

You May like