রান্না ঘরে কে? সে কি শাহরুখ কন্যা? ফের তোলপাড় নেট দুনিয়া

রান্না ঘরে কে? সে কি শাহরুখ কন্যা? ফের তোলপাড় নেট দুনিয়া

মুম্বই:  বড় পর্দায় বিগ ব্রেক এখনও হয়নি তাঁর৷ কিন্তু তাঁকে নিয়ে উন্মাদনার খামতি নেই ভক্তদের৷ শাহরুখ কন্যার নেশার বুঁদ নেটিজেনরা৷ বড় পর্দায় নাই বা দেখা যাক তাঁকে, সোশ্যাল মিডিয়া জুড়ে রাজত্ব তাঁর৷ সেই সুহানাই এবার ধরা দিলেন নতুন রূপে৷ 

আরও পড়ুন-  ‘তুইও বিক্রি হয়ে গেলি? খেলতে নামলি? তৃণমূলে যোগ দিতেই সায়নীকে কটাক্ষ শ্রীলেখার

আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত সুহানা খান৷ নিজেকে তৈরি করছেন আগামী দিনের জন্য৷ কিন্তু কবে তাঁকে দেখা যাবে সিলভার স্ক্রিনে? সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন তাঁর ভক্তরা৷ স্টার কিডদের মধ্যে সুহানার ফলোয়ার্স সংখ্যা বেশ চোখে পড়ার মতন৷ ইনস্টাগ্রামে কয়েক লক্ষ অনুরাগী রয়েছে তাঁর৷ সম্প্রতি ইনস্টা অ্যাকাউন্টে টাটকা একটি ছবি দিয়েছেন শাহরুখ-কন্যা৷ আর সেই ছবি পোস্ট হতেই তোলপার নেটপাড়া৷ মুহূর্তে ভাইরাল সুহানার পোস্ট৷ ওই পোস্টে দেখা যায় রান্না ঘরের কাজে ব্যস্ত গৌরী-তনয়া৷ রান্না ঘরে দাঁড়িয়ে চিজ গ্রেড করছেন তিনি৷ 

এই ছবি পোস্ট হতেই ব্যাস! উপচে পড়ে কমেন্ট বক্স৷ তাঁর ছবিতে কমেন্ট করেন নব্য নাভেলি নন্দা, আলাভিয়া জাফরি, মহীপ কাপুর প্রমুখরা৷ সেই সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন শাহরুখ ও গৌরী খানের একমাত্র কন্যা৷ সেটিও মুহূর্তে ভাইরায় হয়ে গিয়েছে৷ যেখানে উঠেছে তাঁর শরীরী হিল্লোল৷ সুহানার শরীর জুড়ে ছিল হালকা বেইড কো-অর্ডস বডিকোন পোশাক৷ 

আরও পড়ুন- ‘এখানে আসব বলেই চুলে লাল রং করিয়েছি’, তবে কি বাম শিবিরে নাম লেখাচ্ছেন শ্রীলেখা?

সুহানা একাধিক বার বোল্ড অবতারে ধরা দিয়েছেন৷ হট পোজ এবং উন্মুক্ত ক্লিভেজে কাত হয়েছে তাঁর ভক্তরা৷ নিজের স্টানিং লুকে ঝড় তুলতে সিদ্ধহস্ত এই স্টার কিড৷ তবে বহুবার নেটিজেনদের ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে৷ তাতে অবশ্য তাঁকে রোখা যায়নি৷ 

আপাতত নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অভিনয়ের পাঠ নিচ্ছেন সুহানা খান৷ ২০১৯ সালে মার্কিন মুলুকে পাড়ি দেন তিনি৷ ইংলন্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতন পাশ করেন শাহরুখ-গৌরীর ডার্লিং ডটার৷ তবে তিনি কবে বলিউডে পা রাখবেন, তা নিয়ে জল্পনা চলছেই৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =