Aajbikel

ছেটাননি থুতু! লতার শেষ শয্যায় মাস্ক নামিয়ে ঠিক কি করছিলেন শাহরুখ?

 | 
শাহরুখ

মুম্বই: কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের শেষ শয্যায় শাহরুখ খানের ‘দুয়া’র ছবি ও ভিডিয়ো মেটমাধ্যমে ভাইরাল৷ রবিবার সন্ধ্যায় সুর সম্রাজ্ঞীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে৷ শুরু হয় চর্চা৷ 

আরও পড়ুন- শেষ মুহূর্তেও লতার মুখ জুড়ে ছিল স্মিত হাসি, জানালেন সুরসম্রাজ্ঞীর চিকিৎসক


এদিন কিং খানকে দেখা যায় তিনি তাঁর ধর্মীয় রীতি মেনে দুই করতল বিশেষ ভঙ্গিমায় রেখে প্রয়াত শিল্পীর জন্য দুয়া বা প্রার্থনা করছেন৷ এর পরেই দেখা যায় তিনি মুখ থেকে মাস্ক নামিয়ে ঠোঁট সরু করে বিশেষ ভঙ্গিনা করছে৷ আর এক পরেই শুরু হয় বিতর্ক৷  টুইটে বিতর্ক খুঁচিয়ে তোলেন বিজেপি নেতা অরুণ যাদব৷ শাহরুখের প্রার্থনার ছবি পোস্ট করে টুইটে তাঁর প্রশ্ন, ‘উনি কি থুতু ছেটালেন?’  


এদিন শাহরুখ যখন দুয়া করছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে হাত জোড় করে শেষ শ্রদ্ধা জানাচ্ছিলেন ম্যানেজার পূজা দাদলানি। পাশাপাশি দাঁড়িয়ে দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই শাহরুখের প্রার্থনা জানানোর ছবি দেখে প্রশংসা করেছেন৷ কেউ আবার এই দৃশ্যকে মিনি ইন্ডিয়া বলে গর্ব করেন৷ ঠিক তখনই এক দলের প্রশ্ন, লতার মরদেহর সামনে কি থুতু ছেটাচ্ছিলান বাদশা? কারও আবার প্রশ্ন, ‘লতার মরদেহর সামনে মাস্ক নামালেন কেন কিং খান?’ কেউ আবার সরাসরি প্রশ্ন করেছেন, ‘কেন থুতু ছিটিয়ে লতাকে অসম্মান করলেন লতাকে?’ 


কিন্তু জানেন কি আসলে ঠিক কী করেছিলেন শাহরুখ? রবিবার নিজস্ব ধর্মীয় রীতি মেনে সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানান বলিউড তারকা৷ মুসলমান সম্প্রদায়ের রেওয়াজ অনুযায়ী ‘দুয়া’ বা প্রার্থনা করার পর ফুঁ দেওয়া হয়। যার প্রতীকী অর্থ হল অশুভ শক্তিকে দূরে সরানো৷ শেষ শয্যায় লতার জন্যেই সেই রেওয়াজই পালন করছিলেন শাহরুখ। মাস্ক নামিয়ে থুতু ছেটাননি তিনি, বরং ফুঁ দিয়েছিলেন বাদশা। এই পবিত্র বিষয়টিকেও কী ভাবে এত খাটো করে দেখা হচ্ছে, তা ভেবে পাচ্ছেন না শাহরুখ ভক্তরা৷ 

Around The Web

Trending News

You May like