সেজেগুজে ছবি পোস্ট! প্রশ্ন ‘মেয়ে পছন্দ?’ নিজের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা?

সেজেগুজে ছবি পোস্ট! প্রশ্ন ‘মেয়ে পছন্দ?’ নিজের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা?

কলকাতা:  শ্রীলেখা মানেই বিতর্ক৷ শ্রীলেখা মানেই চাঁচাছোলা মন্তব্যে সমালোচনার ঝড়৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ৷ ক্যাজুয়াল লুকে বহুবার ধরা দিয়েছেন ভক্তদের সামনে৷ তবে সোমবারের সন্ধেটা ছিল একটু ভিন্ন৷ একেবারে সেজেগুজে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী৷ যদিও ছবিতে গোটা শরীর দেখা যায়নি৷ শুধু মুখটুকুই দেখিয়েছেন৷ খোলা চুলের সঙ্গে গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল দেখে বুঝতে অসুবিধা হয়নি সাবেকি সাজেই নিজেকে সাজিয়েছিলেন শ্রীলেখা৷ এতটুকু তো ঠিকই ছিল৷ কিন্তু ছবির সঙ্গে শ্রীলেখার প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’

আরও পড়ুন- MA ইংলিশ চায়েওয়ালির লড়াইকে কুর্নিশ জানিয়ে এবার পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা

শ্রীলেখার বাস বহু পুরুষের হৃদয়ে৷ কেন তিনি বহু পুরুষের ক্র্যাশ, তা এই ছবিতেই স্পষ্ট৷ যে কোনও টলি সুন্দরীকেই জব্বর টেক্কা দিতে পারেন এই লাস্যময়ী। কিন্তু হঠাৎ ফেসবুকে কেন এহেন ক্যাপশন লিখলেন শ্রীলেখা? তবে কি ফের কনে সেজে ছাতনা তলায় যেতে অভিনেত্রী?  সেই জন্যেই কি নিজেই পাত্র খুঁজতে শুরু করে দিলেন? এই সব প্রশ্ন শুনে অবশ্য হেসে খুন শ্রীলেখা৷ সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন,  ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হল সবাইকে দেখাই৷’  সেই সঙ্গে তিনি বলেন, ‘নিজেকে একবার পরখ করে দেখতে দোষ কোথায়? 

বিচ্ছেদের পরেও শ্রীলেখার জীবনে নতুন করে জায়গা করে নিতে পারেনি অন্য কোনও পুরুষ। শ্রীলেখা ও শিলাদিত্যর একমাত্র সন্তান ঐশী বাবা-মা দুজনের সঙ্গেই থাকে৷ প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্কে কোনও তিক্ততা নেই৷ বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই চলেছেন অভিনেত্রী৷  

তবে শ্রীলেখার দৃষ্টিভঙ্গি বরাবরই একটি অন্য। তাঁর কথায়, সব সময় বিয়ে করতে হবে এমন কোনও মানে আছে কি?  পাত্রী হিসেবে কেন, কেউ তো তাঁকে নিজের মেয়ে বলেও ভাবতে পারেন।  মা আগেই গত হয়েছিলেন সম্প্রতি বাবাকে হারিয়ে আক্ষরিক অর্থেই  নিজেকে অনাথ বলে মনে করছেন তিনি। সেই জায়গা থেকেই বোধহয় তিনি বললেন, ‘‘কেউ আমায় দত্তকও তো নিতে পারেন! সেই ভাবনা থেকেই লিখেছি, ‘মেয়ে পছন্দ’?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fifteen =