MA ইংলিশ চায়েওয়ালির লড়াইকে কুর্নিশ জানিয়ে এবার পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা

MA ইংলিশ চায়েওয়ালির লড়াইকে কুর্নিশ জানিয়ে এবার পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা

কলকাতা:  উত্তর ২৪ পরগণার হাবরা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে গেলেই দেখা ‘মিলবে এমএ ইংলিশ চায়েওয়ালির’৷ সারা দেশে সংবাদপত্রের শিরোনামে এখন হাবড়ার এই মেয়ে৷ চাকরি না পেয়ে ইংরেজিতে স্নাতোকত্তর পাশ করা টুকটুকি দাস চায়ের দোকান খুলেছেন। এই খবর সারা দেশকে নাড়া দিয়ে গিয়েছে। এখন তাঁর একটাই স্বপ্ন নিজের এই ব্র্যান্ডকে বড় করে তোলা। তাঁর ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তাও বাড়ছে তড়তড়িয়ে। 

আরও পড়ুন- এবার BJP ছাড়তে চলেছেন বনি, রাজনীতি ছেড়ে মন দিতে চান অভিনয়ে

বিভিন্ন ধরনের চা মেলে টুকটুকির দোকানে। সঙ্গে রয়েছে সিঙ্গারা৷ সন্ধে হলেই ভিড় বাড়ে ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’র সামনে৷ গরিব ঘরের লড়াকু ও মেধাবী এই মেয়ের কীর্তি সাড়া ফেলেছে গোটা সমাজে৷ এর আগে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এবার তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ প্রথমসারির এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানান, টুকটুকির জন্য তিনি গর্বিত ও আনন্দিত৷ তাঁর কথায়, শূন্য থেকেই সবকিছু শুরু হয়৷ ও নিজের ব্র্যান্ড করতে চায়৷ ওর মধ্যে সেই ক্ষমতা আছে৷ ও এমএ পাশ করেছে৷ ওঁর মধ্যে শিক্ষার আলো আছে৷ ওঁর বিশ্বাসের জোড়েই এমএ ইংলিশ চায়েওয়ালি একদিন বড় ব্র্যান্ড হয়ে উঠবে৷ 

ঋতুপর্ণার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত টুকটুকিও৷ তিনি বলেন, “ঋতুপর্ণা সেনগুপ্তর মতো একজন স্বপ্নের মানুষ আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলে আমার স্বপ্ন সফল হবেই। ম্যাডামের কাছে আমি কৃতজ্ঞ। নতুন করে নিজস্ব দোকান খুলতে পারলে ম্যাডামকে আমন্ত্রণ জানাব আমি। আপাতত সেই দিনটার অপেক্ষায় আছি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *