সাইকেল চালিয়ে ডিম-পাউরুটি বিক্রি করছেন সোনু! ভাইরাল ভিডিয়ো

সাইকেল চালিয়ে ডিম-পাউরুটি বিক্রি করছেন সোনু! ভাইরাল ভিডিয়ো

কলকাতা:  লকডাউন থেকে বেলাগাম করোনা পরিস্থিতি, তিনিই যেন গরিবের মাসিহা৷ রিল লাইফ নয়, তিনি হয়ে উঠেছেন রিয়্যাল লাইফ হিরো৷ তবে এদিন নয়া অবতারে ধরা দিলেন সোনু সুদ৷ সাইকেলে ব্যাগ ঝুলিয়ে সাজলেন ডিম-পাউরুটি বিক্রেতা৷ তাঁর এই নয়া অবতারে বেশ উদ্বুদ্ধ তাঁর অনুরাগীরা৷ তবে এটা নেহাতই মজা করা নয়৷ মজার ছলে দিলেন এক গভীর বার্তা৷  

আরও পড়ুন- ‘ঝুঁকি নিলেই গল্প হয়’, গর্ভের সন্তানকে নিয়ে জলে ডুব দিয়ে কোন বার্তা দিলেন নুসরত?

করোনা পরিস্থিতিতে ধুঁকছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা৷ এই সময় মানুষ যাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কিনে তাঁদের পাশে দাঁড়ায় সেটাই বলতে চেয়েছেন সোনু৷ নিজের ভক্ত অনুরাগীদের উৎসাহিত করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে জিনিস কেনার জন্য৷ আর এর জন্য নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলেছেন একটি ছোট্ট ভিডিয়ো৷ যেখানে দেখা গিয়েছে নীল প্যান্ট আর সাদা টি-শার্ট গায়ে সাইকেলে চেপে ব্যাগ ভর্তি ডিম, পাউরুটি, চিপস ও অন্যান্য সমগ্রী বিক্রি করছেন সোনু৷ এই উদ্যোগের নাম দিয়েছেন ‘সোনু সুদ কি সুপার মার্কেট’৷ 

এক গাল হাসি দিয়ে শুরু হয় সনুর এই ভিডিয়ো৷ তিনি বলেন, ‘‘কে বলছে মল বন্ধ হয়ে গিয়েছে৷ এই সুপার মার্কেটে সব কিছু আছে৷ আমার কাছে ডিম আছে, পাউরুটি আছে চিপস আছে৷ দামেও সস্তা৷ যার যার লাগবে অর্ডার করুন৷ ডেলিভারির সময় হয়ে গিয়েছে৷ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেব৷ এর জন্য ডেলিভারি চার্জ লাগবে কিন্তু৷ সোনু সুদ কি সুপার মার্কেট একদম হিট হ্যায় বস৷’’ এর পরেই সাইকেল নিয়ে এগিয়ে যান তিনি৷ এই ভিডিয়ো পোস্ট করে ইন্সটাগ্রামে মজা করে সনু লিখেছেন ‘‘ফ্রি হোম ডেলিভারি৷ ১০টা ডিমের সঙ্গে একটি পাউরুটি ফ্রি৷ # সুপারমার্কেট #সাপোটার্স স্মল বিজনেস৷’’

আরও পড়ুন- ‘ছেলেরা স্বল্প পোশাক পড়লে মেয়েরাও বিচলিত হয়’, শার্টলেট ইমরানের ছবি পোস্ট করে খোঁচা তসলিমার

কোভিডের প্রথম ঢেউ আছড়ে পড়ার পর থেকেই ত্রাতা হয়ে উঠেছেন সোনু৷ লকডাউনে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছনো থেকে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত মানুষদের জন্য অক্সিজেন-ওষুধ জোগার, বেডের ব্যবস্থা করা, নিরলস ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা৷ তাঁর বাড়ির সামনে রোজ ভিড় করেন অসহায় মানুষ৷ সাধ্যমত সমাধানের চেষ্টা করেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =