Aajbikel

‘আমাকে ধাক্কা মেরেছে, চুল ধরে টেনেছে, আমার নিরাপত্তারক্ষী তো মারাই যেত’, থানায় অভিযোগ সোনুর

 | 
সোনু নিগম

মুম্বই:  সোমবার মুম্বইয়ের চেম্বুরে ছিল সোনু নিগমের  লাইভ কনসার্ট৷ সেই কনসার্ট চলার সময় তাঁর উপর চড়াও হন স্থানীয় এক শিবসেনা বিধায়কের ছেলে। অনুষ্ঠান চলাকালীন শিল্পীর সঙ্গে বিধায়ক-পুত্র অভব্য আচরণ করেন বলে অভিযোগ। শুধু সোনুর উপর আক্রমণই নয়, তাঁর নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। সোনু নিগমকে ধাক্কা মেরে তাঁর চুল ধরে টানা হয় বলেও অভিযোগ জানান গায়ক। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন- আলিগড় বিশ্ববিদ্যালয়ে বিয়ের জম্পেশ দাওয়াত স্বরার, তবে রয়েছে ভয়,যদি কিছু হয়

এই ঘটনার পরেই চেম্বুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সোনু৷ গায়কের অভিযোগের ভিত্তিতে আইপিসি-র ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ (অন্যায়ভাবে সংযম), এবং ৩৩৭ (জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করে আঘাত করা)-এর অধীনে মামলা নথিভুক্ত করেছে মুম্বই পুলিশ৷ নিজের বিবৃতিতে বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন গায়ক৷


সোনু বলেন, ‘‘শো শেষ হওয়ার পর, আমি আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানি-সহ সকলে স্টেজ থেকে নামছিলাম৷ এমন সময় পিছন থেকে এসে একটি ছেলে হঠাৎ করে আমাকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, ও হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর পর ছেলেটি আমাকে ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানে। আমার ম্যানেজার তো মরেই যেত।’’ 

গায়ক আরও জানান, ওই ব্যক্তি আসলে বিধায়ক প্রকাশ ফাতার্পেকারজির ছেলে। চেম্বুর জিমখানায় পারফরম্যান্সের পর বিধায়কপুত্র স্বপ্নিল প্রকাশ ফাতার্পেকর তাঁকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয়। আঘাত করে তাঁর সহকর্মী হরিপ্রকাশ ও রব্বানী খানকেও। 


 
 

Around The Web

Trending News

You May like