Aajbikel

আলিগড় বিশ্ববিদ্যালয়ে বিয়ের জম্পেশ দাওয়াত স্বরার, তবে রয়েছে ভয়,যদি কিছু হয়

 | 
স্বরা

মুম্বই: চুপিসারে বিয়ে সেরে সকলকে প্রায় চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর৷  ১৬ ফেব্রুয়ারি আইনি সইসাবুদ, মালাবদলে বিয়ে সারেন অভিনেত্রী৷ পাত্রের নাম ফাহাদ আহমেদ। না, তিনি কোনও অভিনেতা বা বলিউড ব্যক্তিত্ব নন, বরং এক জন রাজনীতির কারবারি। স্বরার স্বামী সমাজবাদী পার্টির যুবনেতা৷ নিছক সাদামাটা ভাবেই ফাহাদের সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী৷ কোনও আয়োজন নেই, বিয়ে হয়ে গেল, তা কি করে হয়! না, তেমনটা হবেও না৷ স্বরার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়। স্বরার স্বামী ফাহাদ আহমেদ ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পসেই  বসবে বিয়ের দাওয়াত৷ তবু এই বিয়ে বিতর্ক উঠছে, রয়েছে ভয়।

আরও পড়ুন- 'সেক্স অ্যাডভেঞ্চার'-এর অভিজ্ঞতা ফাঁস ঋতাভরীর, রণবীর বললেন, যৌনতা খারাপ নাকি?

এনআরসি থেকে সিএএ আন্দোলনে, প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্বরা৷  রাজনীতির মঞ্চেই স্বামী ফাহাদের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। দু’জনেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা নাদিম আনসারি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘শাহীন বাগ’ এবং ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-র লোকেরা যদি ক্যাম্পাসের ভিতরে আসে, তাহলে ভারত বিরোধী স্লোগান উঠতে পারে। সেই আশঙ্কা থেকেই প্রশাসনিক হস্তক্ষেপের কথাও চিন্তা-ভাবনা করছেন তাঁরা।

এই মুহূর্তে স্বরার স্বামী ফাহাদ আহমেদ রয়েছেন আমেরিকায়৷ সেখান থেকেই ফিরলেই জম্পেশ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রায় ১০০ জন অতিথি। সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি সংবাদমাধ্যমের বেশ কিছু ব্যক্তিত্বরা আসবেন স্বরা-ফাওয়াদের দাওয়াতে৷ বিশ্ববিদ্যালয়ের পুরানো বয়েজ লজে বা ক্যাম্পাসের অন্দেরর গেস্ট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ তেমনটাই জানিয়েছেন, সেখানকার ইউনিয়নের প্রাক্তন সভাপতি ফজল আহমেদ।

এদিকে, স্বরা ও ফাহাদের বিয়েকে অবৈধ বলে দাগিয়ে দিলেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি। তাঁর দাবি, স্বরাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে।

Around The Web

Trending News

You May like