Aajbikel

লন্ডনে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনম? হাসপাতালের ছবি নিয়ে তোলপাড় নেটপাড়া

 | 
sonam

মুম্বই:  সোনমের মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুগামীরা৷ তাঁর সন্তানের খবর পেতে উৎসুক ভক্তরা৷ এরই মধ্যে দেখা গেল হাসপাতালে ছেলে কোলে শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ মুখে পরিতৃপ্তির হাস৷ যেন নিজের নতুন জীবনকে উপলব্ধি করছেন৷ এই ছবি নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ যা দেখে সকলেই একপ্রকার হতবাক৷ তবে কি সন্তানের জন্ম দিয়ে দিলেন অনিল-কন্যা৷ প্রথম থেকে নিজের মা হওয়ার অনুভূতি, এত মুহূর্ত  ভাগ করে এসেছেন অভিনেত্রী৷ তবে কি শেষ বেলায় ভক্তদের এই সুখবরটা জানালেন না সোনম ও আনন্দ৷ 

আরও পড়ুন- পর্তুগালের নির্জন দ্বীপে শ্যুটিংয়ে ব্যস্ত ‘গাঙ্গুবাই’, উঁকি দিচ্ছে অন্তঃসত্ত্বা আলিয়ার স্ফীত উদর!


এ সব নিয়ে যখন চিন্তা-ভাবনা করছেন নেটিজেনরা, তখন জানা গেল ঘটনাটি আদৌ সত্য নয়। এটি কারও কারসাজি। এখনও পৃথিবীর আলো দেখেনি সোনমের সন্তান। কেউ বা কারা রসিকতা করে তাঁর ভক্তদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এমন নিপুন ভাবে কাঁচি চালিয়ে শিশুটিকে সোনমের বুকের উপর শুইয়ে রেখেছিল যে, দেখে মনে হবে সত্যি। 


সংবাদ সংস্থা সূত্রে খবর,  এখন লন্ডনের বাড়িতেই রয়েছেন আসন্নপ্রসবা সোনম৷ মেন চলছেন যাবতীয় রুটিন৷ দিন কয়েক আগে লন্ডনে অ্যাডেলের সঙ্গীতানুষ্ঠানে স্বামী আনন্দ আহুজার সঙ্গে দেখা গিয়েছিল সোনমকে। স্বামীর কাঁধে ভর দিয়ে মুগ্ধ হয়ে ব্রিটিশ তারকার গান শুনছিলেন নায়িকা। হাত রেখেছিলেন স্ফীত উদরে।

Around The Web

Trending News

You May like