Aajbikel

পর্তুগালের নির্জন দ্বীপে শ্যুটিংয়ে ব্যস্ত ‘গাঙ্গুবাই’, উঁকি দিচ্ছে অন্তঃসত্ত্বা আলিয়ার স্ফীত উদর!

 | 
alia

মুম্বই: গত এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুর-আলিয়া ভাট৷ বিয়ের পরেই আলিয়া ব্যস্ত হয়ে পড়েন তাঁর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং-এ৷  ‘ওয়ান্ডার উওম্যান’ গ্যাল গ্যাদতের সঙ্গে শ্যুটিং করছেন তিনি৷ তাই দু’মাস হল লন্ডনেই রয়েছেন আলিয়া৷ এরই মধ্যে এসেছে তাঁর মা হওয়ার খবর৷ তবে এখনই বাড়ি ফিরছেন না তিনি৷ পর্তুগালের নর্জন দ্বীপে শ্যুটিং-এ ব্যস্ত ‘গাঙ্গুবাই’৷ আর এসবের মধ্যেই ক্যামেরাবন্দি রণবীর ঘরনির কিছু ছবি৷ যা নিয়ে শোরগোল নেটপাড়ায়৷ 

আরও পড়ুন- 'সুন্দর দেশ ছেড়ে যেতে বাধ্য হব', কেন এমন বললেন লাকিচড়া রোদে গাছপালাহীন নির্জন দ্বীপের মাঝে খাকি পোশাকে আলিয়া৷ ওই ফ্রেমে ধরা পড়েছেন গ্যাল গ্যাদতও৷ কিন্তু সবের মাঝে নজর কেড়েছে আলিয়ার স্ফীত উদর৷ নেটিজেনদের প্রশ্ন, অন্তঃসত্ত্বা অবস্থায় কী ভাবে এই ধকল সামলাচ্ছেন আলিয়া? যদিও নির্মাতারা জানিয়েছেন, শুক্রবারই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। দলের সকল সদস্যের প্রশংসা করেছেন তাঁরা। আর শ্যুটিংয়ের ফাঁক গলেই ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি৷ সেখানেই দেখা দেয় অন্তঃসত্ত্বা আলিয়ার ছবিগুলোও৷ 

Around The Web

Trending News

You May like