ফের করোনার থাবা টলিউডে, আক্রান্ত অভিনেতা সোহম

কলকাতা: ফের টলিউডে করোনার থাবা। এবার প্রাণঘাতী এই ভাইরাস থাবা বসিয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর শরীরে। আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

 

কলকাতা: ফের টলিউডে করোনার থাবা। এবার প্রাণঘাতী এই ভাইরাস থাবা বসিয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর শরীরে। আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন সোহম। করোনার মৃদু উপর্সগ দেখা গিয়েছিল তাঁর। তারপরই আর ঝুঁকি নেননি অভিনেতা। সন্দেহ হতেই তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে রিপোর্ট আসার পরই নিজেকে আইসোলেট করে নেন তিনি। যাতে আর বাড়াবাড়ি না হয় তার জন্য হাসপাতালে ভর্তি হন সোহম। কলকাতার এই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা হয়েছে। তবে তাঁদের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলেনি।

আরও পড়ুন: ‘ধর্ষকদের প্রকাশ্যে গুলি করা উচিত’, উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ কঙ্গনার

সোহমকে নিয়ে টলিউড সেলিব্রিটিদের মধ্যে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হলেন। প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমে আক্রান্ত হন কোয়েল মল্লিক। শুধু কোয়েল নন, তাঁর বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল সিং রানে ও অভিনেত্রীর মা-ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোয়েল সন্তানের জন্ম দেওয়ার কিছুদেন পরেই তাঁর করোনা ধরা পড়ে। গত মাসে শোনা যায় করোনায় আক্রান্ত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। শুভশ্রীরও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। এ মাসের গোড়ার দিকেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। তার আগেই অবশ্য রাজ সুস্থ হয়ে যান। কিন্তু করোনা তাঁর বাবার প্রাণ কেড়ে নেয়। এছাড়া ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের একাধিক অভিনেতা সহ টেলিভিশনের অনেকে করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *